পর্যটকদের নতুন ঠিকানা এখন ফরিদগঞ্জ ডাকাতিয়া নদীর তীরে
- Update Time : ০২:২১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০
- / 278
আমান উল্যাহ খাঁন:
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার নিকটে ডাকাতিয়া নদীর তীরে অবস্থিত গাজীপুর টু ধানুয়ার নতুন সংযোগ সড়কে পর্যটকদের অবস্থান হওড়ে ব্রীজ।বর্তমান সময়ে চাঁদপুর জেলার মধ্যে পরিচিত ও জনপ্রিয় স্থান হয়ে উঠেছে,যেখানে প্রতিদিন জমে উঠছে হাজারো মানুষের সমাগম।
ভ্রমণ করার সহজ উপায়:
আপনি যদি চাঁদপুর জেলার মধ্যে থাকেন, তাহলে আপনি সহজ রাস্তা গুলি গ্রহণ করে গুরে আসতে পারেন।
চাঁদপুর জেলার অন্যান্য উপজেলা গুলো থেকে কিভাবে আসবেন: মতলব, কচুয়া, শাহারাস্তী, হাজীগঞ্জ থেকে চাঁদপুর ওয়ারলেস আসবেন, সেখান থেকে অটো অথবা সিএনজি করে ৪৫/৫৫ টাকার মধ্যে ধানুয়া ঝিল ও ব্রিজে যেতে পারবেন।
লক্ষ্মীপুর, রায়পুর, রামগঞ্জ থেকে যারা যাবেন, তারা ফরিদগঞ্জ বাস স্ট্যান্ড এসে অটো অথবা সিএনজি করে ২৫/৩০ টাকার মধ্যে গাজীপুর বাজারে নির্ধারিত ঝিল ও ব্রিজে যেতে পারেন।
.
এছাড়া চাঁদপুর জেলার বাহিরে থেকে আসতে চান, তারা উপরিউক্ত উপায়গুলো গ্রহণ করতে পারেন।
নগরজীবন ও ব্যস্ত মানুষের একগুয়েমি ভাব কাটাতে একটু ফুসরত নিতে হলে বন্ধি জীবনের দেয়ালের শহর ছেড়ে গাজীপুর মিনি ঝিল ও ব্রিজে একটু ঘুরে আসতে পারেন। হয়ত আপনার ভালো লাগবে। মনটাও হয়ে উঠবে ফ্রেশ। সময়টাও কাটবে বেশ অনেকটাই ভাল।
Tag :