করোনায় সরকারের ত্রাণ পেয়েছে সাড়ে ছয় কোটি মানুষ
- Update Time : ১২:৩৮:২২ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০
- / 189
বিশেষ প্রতিনিধিঃ
করোনা ভাইরাস সংক্রমণের এই দুর্যোগে সারাদেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে ত্রাণ সহায়তা নিয়ে পাশে আছে সরকার। ত্রাণ হিসেবে চাল ও নগদ টাকা ছাড়াও শিশুখাদ্য সরবরাহ করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
.
এ ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে সরকার। এ পর্যন্ত সারাদেশে প্রায় দেড় কোটি পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে সরকার।
.
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোঃ সেলিম হোসেন বিডিসমাচার কে জানান
৬৪ জেলার জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী গতকাল পর্যন্ত সারাদেশে চাল বরাদ্দ দেয়া হয়েছে দুই লাখ এক হাজার ৪১৭ মেট্রিক টন। বিতরণ করা হয়েছে এক লাখ ৬৫ হাজার মেট্রিক টন। এতে উপকারভোগী পরিবার সংখ্যা এক কোটি ৪৬ লাখ। উপকারভোগী লোকসংখ্যা ছয় কোটি ৪৯ লাখ।
.
নগদ বরাদ্দ দেয়া হয়েছে ১১৬ কোটিরও বেশি টাকা, সাধারণ ত্রাণ বাবদ নগদ বরাদ্দ দেয়া হয়েছে ৯১ কোটি ১৪ লাখ টাকা। বিতরণ করা হয়েছে ৭৭ কোটি আট লাখ ৫৯ হাজার টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা ৯৩ লাখ ৭৬ হাজার। মোট উপকারভোগী লোকসংখ্যা চার কোটি ১৮ লাখ ৬৫ হাজার ।
.
শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ দেয়া হয়েছে ২৫ কোটি ৫৪ লাখ টাকা এবং এ পযর্ন্ত বিতরণ করা হয়েছে ২০ কোটি ৬২ লাখ ৭৪ হাজার টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা ছয় লাখ ৫৫ হাজার এবং উপকারভোগী লোক সংখ্যা ১৩ লাখ ৬৯ হাজার।
Tag :