ডেঙ্গুতে সপ্তাহে ৩১ জনের মৃত্যু

  • Update Time : ০৮:৪২:১০ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
  • / 23

এডিস মশাজনিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ৪৩৮ জনের মৃত্যু হলো। আর চলতি সপ্তাহে মৃত্যু দাঁড়াল ৩১ জনে।

গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৪৫৮ জন রোগী। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ৮৪ হাজার ৮২৬ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৪৬৮ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এই সময়ে মারা যাওয়া দুজনই নারী। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকা এবং খুলনা বিভাগে একজন করে মারা গেছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে নিহতদের মধ্যে ২১৫ পুরুষ ও ২২৩ নারী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে সর্বোচ্চ ১১২ জন ভর্তি হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৭, চট্টগ্রাম বিভাগে ৬২, খুলনা বিভাগে ৬৫, দুই সিটি বাদ দিয়ে ঢাকা বিভাগে ৫৮, রাজশাহী বিভাগে ৪৭, ময়মনসিংহ বিভাগে ২২, বরিশাল বিভাগে ২০, রংপুর বিভাগে ২ ও সিলেট বিভাগে হাসপাতালে ১ জন ভর্তি হয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media


ডেঙ্গুতে সপ্তাহে ৩১ জনের মৃত্যু

Update Time : ০৮:৪২:১০ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

এডিস মশাজনিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ৪৩৮ জনের মৃত্যু হলো। আর চলতি সপ্তাহে মৃত্যু দাঁড়াল ৩১ জনে।

গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৪৫৮ জন রোগী। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ৮৪ হাজার ৮২৬ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৪৬৮ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এই সময়ে মারা যাওয়া দুজনই নারী। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকা এবং খুলনা বিভাগে একজন করে মারা গেছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে নিহতদের মধ্যে ২১৫ পুরুষ ও ২২৩ নারী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে সর্বোচ্চ ১১২ জন ভর্তি হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৭, চট্টগ্রাম বিভাগে ৬২, খুলনা বিভাগে ৬৫, দুই সিটি বাদ দিয়ে ঢাকা বিভাগে ৫৮, রাজশাহী বিভাগে ৪৭, ময়মনসিংহ বিভাগে ২২, বরিশাল বিভাগে ২০, রংপুর বিভাগে ২ ও সিলেট বিভাগে হাসপাতালে ১ জন ভর্তি হয়েছেন।