মৌগাছি কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন

  • Update Time : ০৯:৫৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
  • / 36

তানোর (রাজশাহী) প্রতিনিধি :

রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি কলেজের অধ্যক্ষ শামসুজ্জোহা বেলালের দুর্নীতি ও অনিয়মের তদন্তপূর্বক বিচার ও পদত্যাগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে কলেজ গেটের সামনের মেইন সড়কে শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী ও এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এরআগে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর অভিযোগপত্র দেন তারা।
অর্থ আত্মসাতকারী, চিহ্নিত মাদক সেবী, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর, দুর্নীতিবাজ, অত্যাচারী, অযোগ্য আখ্যা দিয়ে অধ্যক্ষ শামসুজ্জোহা বেলালের পদত্যাগের দাবিতে সকালে কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী, দাতা সদস্য ও এলাকাবাসী। মিছিলটি রাজশাহী-নওগাঁ মহাসড়কের মোহনপুর মৌগাছি কলেজ সংলগ্ন সড়ক প্রদক্ষিন করে আবার কলেজ গেটে এসে শেষ হয়। পরে সেখানে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন তারা।
এসময় বক্তারা বলেন, ২০০০ সালে মৌগাছী কলেজটি প্রতিষ্ঠিত ও ২০০৫ সালে স্বীকৃতি প্রাপ্ত হলেও শুধুমাত্র অত্র কলেজের অধ্যক্ষ শামসুজ্জোহা বেলালের নানান দুর্নীতি ও অনিয়মের কারণে আজ অবধি কলেজটি এমপিওভুক্ত হয়নি। বিতর্কিত এ অধ্যক্ষের কারণে প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তির দিকে গুরুত্ব না দিয়ে, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সেবন ও বিক্রি এবং অনৈতিক কর্মকান্ডের দিকে গুরুত্ব দিয়েছেন অধ্যক্ষ। এমনকি তিনি মাদক মামলা সহ নারী কেলেঙ্কারী মামলায় বেশ কয়েকবার জেলও খেটেছেন। কিন্তু বিগত সময়ে আওয়ামী লীগের উপজেলা কমিটির পদ থাকায় ও সরকার দলীয় তৎকালীন এমপির তদবিরে আবার জামিনে এসে বহাল তবিয়তে আছেন।
বক্তারা আরও বলেন, অধ্যক্ষ শামসুজ্জোহা বেলালের দুর্নীতির কারণে তিনি ইচ্ছে করে কলেজের স্বীকৃতি নবায়ন করেননি, কলেজ কমিটি গঠন করেননি, কলেজের ১.১২ একর জমির খাজনা পরিশোধ করেননি। বরং কলেজের ফান্ড তশরুফ করার পাশাপাশি অদ্যবধি কলেজের সমস্ত জমি বন্ধক রেখে টাকা আত্মসাৎ করেছেন। আবার শিক্ষার্থী ভর্তিতে মনোযোগী না হয়ে একই পদে একাধিক ব্যক্তিকে নিয়োগ দিয়েছেন অনিয়মের বরপুত্র এ অধ্যক্ষ শামসুজ্জোহা বেলাল।
তাই দ্রুত সময়ের মধ্যে অধ্যক্ষ শামসুজ্জোহা বেলাল তার পদ থেকে পদত্যাগ না করলে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন আন্দোলনকারীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মৌগাছী কলেজের দাতা সদস্য ফেরদৌস আলী, প্রভাষক এনতাজ আলী, প্রভাষক আবু বক্কর সিদ্দিক, প্রভাষক মির্জা দৌলাতুন নাহার আশা, বিশিষ্ট সমাজসেবক নুরুল ইসলাম মন্ডল, বকুল হোসেন, নূরুল সহ অনেকে।
অভিযোগের বিষয়ে অধ্যক্ষ শামসুজ্জোহা বেলালের নিকট জানতে তার ব্যক্তিগত ফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
কলেজের গভর্নিং বডির সভাপতি ও মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়শা সিদ্দিকা বলেন, শিক্ষক, দাতা সদস্য ও এলাকাবাসীরা অধ্যক্ষ শামসুজ্জোহা বেলালের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহনের করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media


মৌগাছি কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন

Update Time : ০৯:৫৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

তানোর (রাজশাহী) প্রতিনিধি :

রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি কলেজের অধ্যক্ষ শামসুজ্জোহা বেলালের দুর্নীতি ও অনিয়মের তদন্তপূর্বক বিচার ও পদত্যাগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে কলেজ গেটের সামনের মেইন সড়কে শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী ও এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এরআগে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর অভিযোগপত্র দেন তারা।
অর্থ আত্মসাতকারী, চিহ্নিত মাদক সেবী, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর, দুর্নীতিবাজ, অত্যাচারী, অযোগ্য আখ্যা দিয়ে অধ্যক্ষ শামসুজ্জোহা বেলালের পদত্যাগের দাবিতে সকালে কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী, দাতা সদস্য ও এলাকাবাসী। মিছিলটি রাজশাহী-নওগাঁ মহাসড়কের মোহনপুর মৌগাছি কলেজ সংলগ্ন সড়ক প্রদক্ষিন করে আবার কলেজ গেটে এসে শেষ হয়। পরে সেখানে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন তারা।
এসময় বক্তারা বলেন, ২০০০ সালে মৌগাছী কলেজটি প্রতিষ্ঠিত ও ২০০৫ সালে স্বীকৃতি প্রাপ্ত হলেও শুধুমাত্র অত্র কলেজের অধ্যক্ষ শামসুজ্জোহা বেলালের নানান দুর্নীতি ও অনিয়মের কারণে আজ অবধি কলেজটি এমপিওভুক্ত হয়নি। বিতর্কিত এ অধ্যক্ষের কারণে প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তির দিকে গুরুত্ব না দিয়ে, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সেবন ও বিক্রি এবং অনৈতিক কর্মকান্ডের দিকে গুরুত্ব দিয়েছেন অধ্যক্ষ। এমনকি তিনি মাদক মামলা সহ নারী কেলেঙ্কারী মামলায় বেশ কয়েকবার জেলও খেটেছেন। কিন্তু বিগত সময়ে আওয়ামী লীগের উপজেলা কমিটির পদ থাকায় ও সরকার দলীয় তৎকালীন এমপির তদবিরে আবার জামিনে এসে বহাল তবিয়তে আছেন।
বক্তারা আরও বলেন, অধ্যক্ষ শামসুজ্জোহা বেলালের দুর্নীতির কারণে তিনি ইচ্ছে করে কলেজের স্বীকৃতি নবায়ন করেননি, কলেজ কমিটি গঠন করেননি, কলেজের ১.১২ একর জমির খাজনা পরিশোধ করেননি। বরং কলেজের ফান্ড তশরুফ করার পাশাপাশি অদ্যবধি কলেজের সমস্ত জমি বন্ধক রেখে টাকা আত্মসাৎ করেছেন। আবার শিক্ষার্থী ভর্তিতে মনোযোগী না হয়ে একই পদে একাধিক ব্যক্তিকে নিয়োগ দিয়েছেন অনিয়মের বরপুত্র এ অধ্যক্ষ শামসুজ্জোহা বেলাল।
তাই দ্রুত সময়ের মধ্যে অধ্যক্ষ শামসুজ্জোহা বেলাল তার পদ থেকে পদত্যাগ না করলে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন আন্দোলনকারীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মৌগাছী কলেজের দাতা সদস্য ফেরদৌস আলী, প্রভাষক এনতাজ আলী, প্রভাষক আবু বক্কর সিদ্দিক, প্রভাষক মির্জা দৌলাতুন নাহার আশা, বিশিষ্ট সমাজসেবক নুরুল ইসলাম মন্ডল, বকুল হোসেন, নূরুল সহ অনেকে।
অভিযোগের বিষয়ে অধ্যক্ষ শামসুজ্জোহা বেলালের নিকট জানতে তার ব্যক্তিগত ফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
কলেজের গভর্নিং বডির সভাপতি ও মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়শা সিদ্দিকা বলেন, শিক্ষক, দাতা সদস্য ও এলাকাবাসীরা অধ্যক্ষ শামসুজ্জোহা বেলালের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহনের করা হবে।