ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র, এক ইরানি অভিযুক্ত

  • Update Time : ০৯:৫৬:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
  • / 26

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের এলিট ফোর্স রেভল্যুশনারি গার্ড কর্পসের নির্দেশে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছে এক ইরানি ব্যক্তি। শুক্রবার (৮ নভেম্বর) এমনই অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।

বিচার বিভাগের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ফরহাদ শাকেরি আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছেন গত ৭ অক্টোবর তিনি টাম্পকে হত্যার পরিকল্পনা করেন। তবে ফরহাদ শাকেরি এমন অভিযোগ অস্বীকার করেছেন। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের নির্দেশে ৭ অক্টোবর ট্রাম্পকে হত্যার কোনো পরিকল্পনাই তার ছিল না।

মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, ৫১ বছর বয়সী শাকেরি আইআরজিসির সম্পদ। শিশু বয়সে তিনি যুক্তরাষ্ট্রে অভিবাসী হিসেবে আসেন। পরবর্তীতে ডাকাতির অভিযোগে ২০০৮ সালে তাকে অভিযুক্ত করা হয়। আইনজীবীরা জানিয়েছেন, শাকেরি বর্তমানে ইরানে রয়েছেন।

এদিকে নিউইয়র্কের দুই বাসিন্দা কারলিসলি রিভারা এবং জনাথন লর্ডহল্টের সঙ্গে কারাগারে দেখা করেছে ইরানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক শাকেরি। এজন্য তাদের বিরুদ্ধেও হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে। তবে এ বিষয়ে তাদের আইনজীবী কোনো মন্তব্য করেনি।

তবে শাকেরি ও ওই দুজন যাকে হত্যা করতে চেয়েছিলেন তাকে চিহ্নিত করতে পারেননি প্রসিকউটরেরা। তবে বর্ণনা অনুযায়ী ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি হলেন সাংবাদিক ও অধিকারকর্মী মসিহ আলিনেজাদ। তিনি ইরানের নারীদের নিপীড়নমূলক আইনের সমালোচনা করতেন। তাকে অপহরণের চেষ্টার অভিযোগে ২০২১ সালে চারজন ইরানিকে অভিযুক্ত করা হয়েছিল। ২০২২ সালে তার বাড়ির সামনে থেকে রাইফেলসহ একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

সূত্র: রয়টার্স

Tag :

Please Share This Post in Your Social Media


ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র, এক ইরানি অভিযুক্ত

Update Time : ০৯:৫৬:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের এলিট ফোর্স রেভল্যুশনারি গার্ড কর্পসের নির্দেশে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছে এক ইরানি ব্যক্তি। শুক্রবার (৮ নভেম্বর) এমনই অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।

বিচার বিভাগের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ফরহাদ শাকেরি আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছেন গত ৭ অক্টোবর তিনি টাম্পকে হত্যার পরিকল্পনা করেন। তবে ফরহাদ শাকেরি এমন অভিযোগ অস্বীকার করেছেন। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের নির্দেশে ৭ অক্টোবর ট্রাম্পকে হত্যার কোনো পরিকল্পনাই তার ছিল না।

মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, ৫১ বছর বয়সী শাকেরি আইআরজিসির সম্পদ। শিশু বয়সে তিনি যুক্তরাষ্ট্রে অভিবাসী হিসেবে আসেন। পরবর্তীতে ডাকাতির অভিযোগে ২০০৮ সালে তাকে অভিযুক্ত করা হয়। আইনজীবীরা জানিয়েছেন, শাকেরি বর্তমানে ইরানে রয়েছেন।

এদিকে নিউইয়র্কের দুই বাসিন্দা কারলিসলি রিভারা এবং জনাথন লর্ডহল্টের সঙ্গে কারাগারে দেখা করেছে ইরানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক শাকেরি। এজন্য তাদের বিরুদ্ধেও হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে। তবে এ বিষয়ে তাদের আইনজীবী কোনো মন্তব্য করেনি।

তবে শাকেরি ও ওই দুজন যাকে হত্যা করতে চেয়েছিলেন তাকে চিহ্নিত করতে পারেননি প্রসিকউটরেরা। তবে বর্ণনা অনুযায়ী ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি হলেন সাংবাদিক ও অধিকারকর্মী মসিহ আলিনেজাদ। তিনি ইরানের নারীদের নিপীড়নমূলক আইনের সমালোচনা করতেন। তাকে অপহরণের চেষ্টার অভিযোগে ২০২১ সালে চারজন ইরানিকে অভিযুক্ত করা হয়েছিল। ২০২২ সালে তার বাড়ির সামনে থেকে রাইফেলসহ একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

সূত্র: রয়টার্স