পিনাকী ভট্টাচার্যের সঙ্গে দেখা করলেন আসিফ মাহমুদ
- Update Time : ০১:১৪:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
- / 60
ফান্সের প্যারিসে অবস্থানরত লেখক ও অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্যের সঙ্গে দেখা করেছেন শ্রম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এসময় দুইজনকে হাস্যজ্বল দেখা গেছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে পিনাকী ভট্টাচার্য তার ভেরিফায়েড ফেসবুক পেজে তাদের দুইজনের সাক্ষাতের একটি ছবি দিয়ে লেখেন, আসিফ আসছে প্যারিসে, আমার সাথে দেখা করতে।
সম্প্রতি সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থায় (আইএলও) একটি অনুষ্ঠানে যোগ দিতে সেখানে যান আসিফ মাহমুদ। জানা যায়, আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদের নেতৃত্বে আন্তর্জাতিক শ্রম সংস্থায় (আইএলও) বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। সেখান থেকে আসিফ মাহমুদ ফান্সের প্যারিসে গিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা করা পিনাকী ভট্টাচার্য বেশ কয়েক বছর ধরে বিদেশে অবস্থান করছেন।তিনি নানা বিষয়ে পতিত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিতেন। বর্তমানে তিনি রাজনৈতিক নানা অসঙ্গতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন।