ইসলামী সমাজ প্রতিষ্ঠায় যুবসমাজের ভূমিকা অপরিহার্য: ফয়জুল করীম
- Update Time : ১১:৩৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
- / 20
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম (শায়খে চরমোনাই) বলেছেন, দেশের যুব সমাজের নৈতিক অধঃপতন ঠেকাতে এবং সত্যিকার ইসলামী সমাজ প্রতিষ্ঠায় যুবসমাজকে ইসলামী আন্দোলনে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। যুব সমাজের মাধ্যমে দেশের পরিবর্তন সম্ভব। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হলো ইসলামী সমাজ প্রতিষ্ঠা করা।
শুক্রবার (০১ নভেম্বর) বেলা ৩টায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের উদ্যোগে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নভেম্বর মাসব্যাপী দাওয়াতি মাস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সমাজের ক্রমবর্ধমান অস্থিরতা, নৈতিক অবক্ষয় এবং বৈষম্য দূর করতে হলে ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। তিনি জাতির কল্যাণে যুবকদেরকে ইসলামের পথে পরিচালিত হওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন,আজকের যুবসমাজ আগামী দিনের রাষ্ট্রের দায়িত্ব পালন করবে। যুবকরাই সমাজের মূল চালিকাশক্তি। যদি তাদেরকে ইসলামের নীতিমালায় পরিচালিত করা যায়, তবে আমরা সোনালী ভবিষ্যত দেখতে পাবো। ইসলামী যুব আন্দোলন একটি আদর্শিক ও গঠনমূলক সংগঠন, যারা ইসলামের শাশ্বত আদর্শে বিশ্বাসী এবং দেশকে উন্নতির পথে নিয়ে যেতে অঙ্গীকারবদ্ধ।
তিনি আরও উল্লেখ করেন, ইসলাম মানবতার মুক্তির জন্য এসেছে এবং যুব সমাজকে তার ধারক-বাহক হিসেবে তৈরি করতে হবে।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুফতি হাফিজুল হক ফাইয়াজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইলিয়াস হাসান, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাহবুব আলম, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মাদ আল আমিন-সহ নগর নেতৃবৃন্দ।
দাওয়াতি মাস উদ্বোধন কালে শায়েখে চরমোনাই ইসলামের সৌন্দর্য সকল যুব সমাজের মাঝে ফুটিয়ে তুলতে যুব আন্দোলনের কর্মীদেরকে নির্দেশ প্রদান করেন।
প্রধান অতিথি সবাইকে ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, যুবকদের ইসলামি নীতি, আদর্শ ও সুশিক্ষায় গড়ে তুলতে পারলে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং দেশের প্রতিটি স্তরে শান্তি ও শৃঙ্খলা ফিরে আসবে।
এসময় এক ঝাঁক যুবক শায়খে চরমোনাইর-এর হাতে ইসলামী যুব আন্দোলনের ফরম পূরণ করে সদস্য হন।