গাজার মসজিদে হামলায় ১৮ ফিলিস্তিনি নিহত

  • Update Time : ১১:২১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
  • / 32

ইসরায়েলের হামলার পর বৈরুতের দক্ষিণ শহরতলিতে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখা যায়

বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরায়েলের সামরিক বাহিনীর আক্রমণের নতুন তরঙ্গ শুরু হয়েছে। লেবাননের রাজধানীর চারপাশে আকাশে আগুনের শিখা এবং শব্দ প্রতিধ্বনিত হওয়াসহ বিশাল বিস্ফোরণ ঘটে।

অপরদিকে মধ্য গাজার একটি মসজিদে দখলদার ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় কমপক্ষে ১৮ ফিলিস্তিনি নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে। খবর আল জাজিরার।

লেবাননের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, গত শুক্রবার থেকে হিজবুল্লাহ তার নির্বাহী পরিষদের চেয়ারম্যান হাশেম সাফিউদ্দীনের সঙ্গে যোগাযোগ হারিয়েছে, যিনি গ্রুপের সম্ভাব্য পরবর্তী নেতা হিসেবে ব্যাপকভাবে প্রচারিত।

এদিকে সংঘাতের এক বছর পূর্তি ঘনিয়ে আসায় প্যারিস থেকে নিউইয়র্ক এবং কেপটাউন পর্যন্ত- বিশ্বজুড়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে।

গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪১ হাজার ৮২৫ জন নিহত এবং ৯৬ হাজার ৯১০ জন আহত হয়েছে। ইসরায়েলে ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলায় কমপক্ষে ১১৩৯ জন নিহত হয়েছিল এবং ২০০ জনেরও বেশি লোককে বন্দী করা হয়েছিল।

Tag :

Please Share This Post in Your Social Media


গাজার মসজিদে হামলায় ১৮ ফিলিস্তিনি নিহত

Update Time : ১১:২১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪

ইসরায়েলের হামলার পর বৈরুতের দক্ষিণ শহরতলিতে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখা যায়

বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরায়েলের সামরিক বাহিনীর আক্রমণের নতুন তরঙ্গ শুরু হয়েছে। লেবাননের রাজধানীর চারপাশে আকাশে আগুনের শিখা এবং শব্দ প্রতিধ্বনিত হওয়াসহ বিশাল বিস্ফোরণ ঘটে।

অপরদিকে মধ্য গাজার একটি মসজিদে দখলদার ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় কমপক্ষে ১৮ ফিলিস্তিনি নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে। খবর আল জাজিরার।

লেবাননের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, গত শুক্রবার থেকে হিজবুল্লাহ তার নির্বাহী পরিষদের চেয়ারম্যান হাশেম সাফিউদ্দীনের সঙ্গে যোগাযোগ হারিয়েছে, যিনি গ্রুপের সম্ভাব্য পরবর্তী নেতা হিসেবে ব্যাপকভাবে প্রচারিত।

এদিকে সংঘাতের এক বছর পূর্তি ঘনিয়ে আসায় প্যারিস থেকে নিউইয়র্ক এবং কেপটাউন পর্যন্ত- বিশ্বজুড়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে।

গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪১ হাজার ৮২৫ জন নিহত এবং ৯৬ হাজার ৯১০ জন আহত হয়েছে। ইসরায়েলে ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলায় কমপক্ষে ১১৩৯ জন নিহত হয়েছিল এবং ২০০ জনেরও বেশি লোককে বন্দী করা হয়েছিল।