আশুলিয়ায় হামীম গ্রুপের ৬ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
- Update Time : ১১:৩৯:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
- / 69
সাভার উপজেলা প্রতিনিধি:
সাভারের আশুলিয়ায় হামীম গ্রুপের ছয়টিসহ বেশ কয়েকটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে এ সংক্রান্ত নোটিশ কারখানার প্রধান ফটকগুলোতে টাঙিয়ে দেওয়া হয়। সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেয় মালিক কর্তৃপক্ষ।
এছাড়া আজও কয়েকটি কারখানার শ্রমিকরা কর্মস্থলে গেলেও কাজে যোগ না দিয়ে বেরিয়ে আসেন। পরে ওইসব কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। তবে শিল্পাঞ্চলের বাকি পোশাক কারখানায় উৎপাদন চলছে।
তবে কোথাও সংঘাত ও ভাঙচুরের মতো কোনো খবর পাওয়া যায়নি। শিল্পাঞ্চলের নিরাপত্তায় মোতায়েন রয়েছে পুলিশ, র্যাব, বিজিবিসহ সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য।
বন্ধ কারখানার একাধিক কর্মকর্তা জানান, শ্রমিকদের দাবি মেনে নেওয়ার পরও, বেআইনি ধর্মঘট থেকে সরে না আসায় অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।
এ ব্যাপারে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, সকালে কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ দিলেও উৎপাদন শুরু করেনি। এছাড়া এর আগে সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতির কারণ দেখিয়ে আশুলিয়ায় হামীম গ্রুপের ছয়টিসহ বেশ কয়েকটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।