এ সপ্তাহেই অন্তর্বর্তী সরকারের সঙ্গে অর্থনৈতিক আলোচনার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

  • Update Time : ০১:৫৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
  • / 16

যুক্তরাষ্ট্র এ সপ্তাহেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে আলোচনা শুরু করতে প্রস্তুত। কারণ ওয়াশিংটন বিশ্বের অন্যতম বৃহৎ পোশাক রপ্তানিকারক দেশকে তার অর্থনীতি চাঙা করতে সাহায্য করতে চায়।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফাইন্যান্সিয়াল টাইমস।

যুক্তরাষ্ট্রের অ্যাসিসট্যান্ট ট্রেজারি সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, ‘প্রয়োজনীয় সংস্কার কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ তার অর্থনৈতিক দুর্বলতা কাটিয়ে উঠতে পারবে এবং অব্যাহত প্রবৃদ্ধি এবং সমৃদ্ধির জন্য একটি ভিত্তি তৈরি করতে পারবে বলে যুক্তরাষ্ট্র আশাবাদী।’

আওয়ামী লীগ সরকার পতনের পর, আগামী ১৪ এবং ১৫ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া অর্থনৈতিক বৈঠকটি যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে প্রথম উচ্চ-পর্যায়ের আলোচনা হতে যাচ্ছে।

ছাত্র-নেতৃত্বাধীন প্রতিবাদ আন্দোলন মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপর অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

মুহাম্মদ ইউনূসসহ সরকারের শীর্ষ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন ট্রেজারি বিভাগের এবং স্টেট ডিপার্টমেন্ট, ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ অফিসের কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাটি বাংলাদেশের আর্থিক খাত এবং আর্থিক নীতির পাশাপাশি সামগ্রিক আর্থিক ব্যবস্থার উন্নয়ন করবে বলে আশা করা হচ্ছে। মার্কিন কর্মকর্তারা বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গেও দেখা করবেন।

Tag :

Please Share This Post in Your Social Media


এ সপ্তাহেই অন্তর্বর্তী সরকারের সঙ্গে অর্থনৈতিক আলোচনার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

Update Time : ০১:৫৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্র এ সপ্তাহেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে আলোচনা শুরু করতে প্রস্তুত। কারণ ওয়াশিংটন বিশ্বের অন্যতম বৃহৎ পোশাক রপ্তানিকারক দেশকে তার অর্থনীতি চাঙা করতে সাহায্য করতে চায়।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফাইন্যান্সিয়াল টাইমস।

যুক্তরাষ্ট্রের অ্যাসিসট্যান্ট ট্রেজারি সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, ‘প্রয়োজনীয় সংস্কার কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ তার অর্থনৈতিক দুর্বলতা কাটিয়ে উঠতে পারবে এবং অব্যাহত প্রবৃদ্ধি এবং সমৃদ্ধির জন্য একটি ভিত্তি তৈরি করতে পারবে বলে যুক্তরাষ্ট্র আশাবাদী।’

আওয়ামী লীগ সরকার পতনের পর, আগামী ১৪ এবং ১৫ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া অর্থনৈতিক বৈঠকটি যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে প্রথম উচ্চ-পর্যায়ের আলোচনা হতে যাচ্ছে।

ছাত্র-নেতৃত্বাধীন প্রতিবাদ আন্দোলন মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপর অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

মুহাম্মদ ইউনূসসহ সরকারের শীর্ষ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন ট্রেজারি বিভাগের এবং স্টেট ডিপার্টমেন্ট, ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ অফিসের কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাটি বাংলাদেশের আর্থিক খাত এবং আর্থিক নীতির পাশাপাশি সামগ্রিক আর্থিক ব্যবস্থার উন্নয়ন করবে বলে আশা করা হচ্ছে। মার্কিন কর্মকর্তারা বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গেও দেখা করবেন।