পদত্যাগ করেছেন এনসিটিবি চেয়ারম্যান
- Update Time : ০১:২১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
- / 29
পদত্যাগ করেছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চুক্তিভিত্তিক নিয়োগে থাকা চেয়ারম্যান অধ্যাপক ড. ফরহাদুল ইসলাম।
মঙ্গলবার (২০ আগস্ট) সকালে তিনি বলেন, “আমি গতকাল শিক্ষা সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি।”
পদত্যাগের কারণ জানতে চাইলে অধ্যাপক ফরহাদুল বলেন, “আসলে দেশের যে পরিস্থিতি… আমার চুক্তি বাতিল করার আগেই মানসম্মানের সাথে তাই পদত্যাগ করলাম।”
২০২২ সালে ১৪ ফেব্রুয়ারি অধ্যাপক ফরহাদুল ইসলামকে এনসিটিবি চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার। এর কিছুদিন পরেই তিনি অবসরে চলে যাওয়ায় তাকে দুই দফায় চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়। চলতি বছরের ২৮ জুলাই দ্বিতীয় দফায় এক বছরের জন্য তিনি নিয়োগ পেয়েছিলেন।
প্রবল গণআন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সংস্কারের প্রতিশ্রুতির মধ্যে পদত্যাগের হিড়িক পড়েছে; চাপের মুখে সরে যেতে হয়েছে প্রধান বিচারপতিকে, পদ ছেড়েছেন গভর্নরসহ আরও অনেকে।
জাএনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক ড. ফরহাদুল ইসলাম সম্পর্কে তিনি জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন ও নড়াইলের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার চাচা। তিনি ২২ দিন আগে দ্বিতীয় মেয়াদে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পান।
বাংলাদেশ জার্নাল/ওএফ