ট্রাফিক নিয়ন্ত্রণে থাকা শিক্ষার্থীদের নাস্তা করালো আনোয়ার খান হাসপাতাল

  • Update Time : ০৭:২৪:৪০ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪
  • / 43

রাজধানী ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণ ও রাস্তা পরিষ্কারের অংশ নেয়া শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীদের নাস্তা করিয়েছে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল।

বুধবার ধানমন্ডিস্থ এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে থাকা শিক্ষার্থী ও সেচ্ছাসেবীদের হাতে নাস্তার প্যাক দেন হাসপাতাল কর্তৃপক্ষ।

গত ৫ আগস্ট ছাত্র ও জনতার ২৩ দিনের আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের। সোমবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগপত্র জমা দেন শেখ হাসিনা। এরপর বঙ্গভবন থেকেই হেলিকপ্টারে দেশ ছাড়েন। সে সময় তাঁর সঙ্গে ছিলেন তাঁর বোন শেখ রেহানা।

আন্দোলনে সারাদেশে ব্যাপক সহিংসতা হয়। এসময় সারাদেশে চার শতাধিক থানা ও পুলিশ স্টেশনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও হামলা হয়। সরকারের পদত্যাগের পর নিষ্ক্রিয় হয়ে যায় পুলিশ। কোথাও ট্রাফিক পুলিশও দেখা যায়নি। এ সময় সড়কের ট্রাফিক নিয়ন্ত্রণে এগিয়ে আসেন আন্দোলনকারী শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা। তারা গত দুইদিন ধরে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন। তাদের এ কাজ দেখে প্রশংসা করছেন দেশের নাগরিক সমাজ। তাদের উৎসাহিত করতে অনেকে খাবার, পানি ও নাস্তা দিতে দেখা যায়।

Tag :

Please Share This Post in Your Social Media


ট্রাফিক নিয়ন্ত্রণে থাকা শিক্ষার্থীদের নাস্তা করালো আনোয়ার খান হাসপাতাল

Update Time : ০৭:২৪:৪০ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪

রাজধানী ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণ ও রাস্তা পরিষ্কারের অংশ নেয়া শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীদের নাস্তা করিয়েছে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল।

বুধবার ধানমন্ডিস্থ এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে থাকা শিক্ষার্থী ও সেচ্ছাসেবীদের হাতে নাস্তার প্যাক দেন হাসপাতাল কর্তৃপক্ষ।

গত ৫ আগস্ট ছাত্র ও জনতার ২৩ দিনের আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের। সোমবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগপত্র জমা দেন শেখ হাসিনা। এরপর বঙ্গভবন থেকেই হেলিকপ্টারে দেশ ছাড়েন। সে সময় তাঁর সঙ্গে ছিলেন তাঁর বোন শেখ রেহানা।

আন্দোলনে সারাদেশে ব্যাপক সহিংসতা হয়। এসময় সারাদেশে চার শতাধিক থানা ও পুলিশ স্টেশনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও হামলা হয়। সরকারের পদত্যাগের পর নিষ্ক্রিয় হয়ে যায় পুলিশ। কোথাও ট্রাফিক পুলিশও দেখা যায়নি। এ সময় সড়কের ট্রাফিক নিয়ন্ত্রণে এগিয়ে আসেন আন্দোলনকারী শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা। তারা গত দুইদিন ধরে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন। তাদের এ কাজ দেখে প্রশংসা করছেন দেশের নাগরিক সমাজ। তাদের উৎসাহিত করতে অনেকে খাবার, পানি ও নাস্তা দিতে দেখা যায়।