কোটা আন্দোলনে সহিংসতা: ঢাকায় গ্রেফতার ৩ হাজার ছাড়ালো
- Update Time : ০১:৩৭:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪
- / 51
নিজস্ব প্রতিবেদক:
কোটা সংস্কার আন্দোলনের নামে ঢাকাসহ সারাদেশে সরকারি স্থাপনায় ভাঙচুর, সহিংসতা ও নাশকতার ঘটনায় এখন পর্যন্ত ঢাকা মহানগরের বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়েছে ২৭৪টি।
এসব মামলায় এ পর্যন্ত তিন হাজার ১১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেফতারদের বেশিরভাগই জামায়াত ও বিএনপির নেতাকর্মী।
সোমবার (২৬ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, সহিংসতা-নাশকতার ঘটনায় গোয়েন্দা তথ্য ও সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় ১ আগস্ট পর্যন্ত ঢাকায় ৩০১১ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। ডিএমপির ৫০টি থানায় মোট মামলা হয়েছে ২৭৪টি। এসব মামলায় গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে।
Tag :
কোটা আন্দোলন