চট্টগ্রামে কোটা আন্দোলনের সমন্বয়ক গ্রেপ্তার, হত্যা ও বিস্ফোরক মামলায় কারাগারে
- Update Time : ০১:১৪:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪
- / 51
এরফান হোছাইনঃ
কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার একজন সমন্বয়ক আদনান শরীফকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বুধবার (৩১ জুলাই) রাতে নগরের বাকলিয়া ডিসি রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই মুরাদপুরে সংঘটিত সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। ওই ঘটনার ভিডিও ফুটেজে তাকে দেখা গেছে বলে পুলিশের দাবি।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা জানিয়েছেন, আদনান শরীফের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে নগরের পাঁচলাইশ থানার কোটা সংস্কার আন্দোলনের হত্যা ও বিস্ফোরক আইনের দুই মামলায় তাকে আটক করা হয়।পরে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তারের পর থেকেই আদনান শরীফের পরিবার ও বন্ধুরা তার মুক্তির দাবি জানিয়ে আসছেন। তারা দাবি করছেন, আদনান নিরীহ একজন শিক্ষার্থী এবং এই ঘটনায় তার কোনো জড়িত নেই।
অন্যদিকে, পুলিশের দাবি, তাদের কাছে পর্যাপ্ত প্রমাণ রয়েছে যা আদনান শরীফের জড়িত থাকার দিকে ইঙ্গিত করে।
এই ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা বিরাজ করছে। শিক্ষার্থীরা আদনান শরীফের মুক্তির দাবি জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছে।