নওগাঁর রাণীনগরে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন, মোড়ে মোড়ে পুলিশের বাধা

  • Update Time : ০৩:০৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪
  • / 51

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে কোটা সংস্কার আন্দোলন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে রাণীনগর ছাত্র আন্দোলন পরিষদের আয়োজনে সদরের শের-এ বাংলা সরকারি মহাবিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কলেজের প্রায় দুইশত শিক্ষার্থী অংশ নেয়।

শিক্ষার্থীরা মিছিল নিয়ে কলেজ মাঠ থেকে সড়কে উঠলে পুলিশ প্রথমে তাদের বাধা প্রদান করেন। এরপর শিক্ষার্থীরা পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল নিয়ে বাজারে প্রবেশ করে বিজয়ের মোড়ে সড়কে অবস্থান নেয় এবং বিক্ষোভ করেন। এ সময় শিক্ষার্থীরা কোটা সংস্কার ও আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ ও নিহত শিক্ষার্থীদের বিচারের দাবি জানান।

এরপর অবস্থান কর্মসূচি থেকে আন্দোলনকারীরা উপজেলা গোলচত্বরের দিকে মিছিল নিয়ে যেতে লাগলে রাণীনগর থানা পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশি বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা যাওয়ার চেষ্টা করলে আবারও পুলিশের বাধার মুখে পড়েন তারা। পরে শিক্ষার্থীরা রেলওয়ে স্টেশনে মিছিল নিয়ে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

আন্দোলনকারী বেশ কয়েকজন শিক্ষার্থী জানান, আমাদের কোটা সংস্কার এ আন্দোলন পুলিশ মোড়ে মোড়ে বাধা দিয়েছে। তারপরেও আমরা দাবি আদায়ে কোটা সংস্কার আন্দোলন করেছি।

আন্দোলনকারী শিক্ষার্থীদের পুলিশের বাধা দেওয়ার বিষয়ে জানতে চাইলে রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদ কোন বক্তব্য দিতে রাজি হননি।

Tag :

Please Share This Post in Your Social Media


নওগাঁর রাণীনগরে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন, মোড়ে মোড়ে পুলিশের বাধা

Update Time : ০৩:০৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে কোটা সংস্কার আন্দোলন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে রাণীনগর ছাত্র আন্দোলন পরিষদের আয়োজনে সদরের শের-এ বাংলা সরকারি মহাবিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কলেজের প্রায় দুইশত শিক্ষার্থী অংশ নেয়।

শিক্ষার্থীরা মিছিল নিয়ে কলেজ মাঠ থেকে সড়কে উঠলে পুলিশ প্রথমে তাদের বাধা প্রদান করেন। এরপর শিক্ষার্থীরা পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল নিয়ে বাজারে প্রবেশ করে বিজয়ের মোড়ে সড়কে অবস্থান নেয় এবং বিক্ষোভ করেন। এ সময় শিক্ষার্থীরা কোটা সংস্কার ও আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ ও নিহত শিক্ষার্থীদের বিচারের দাবি জানান।

এরপর অবস্থান কর্মসূচি থেকে আন্দোলনকারীরা উপজেলা গোলচত্বরের দিকে মিছিল নিয়ে যেতে লাগলে রাণীনগর থানা পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশি বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা যাওয়ার চেষ্টা করলে আবারও পুলিশের বাধার মুখে পড়েন তারা। পরে শিক্ষার্থীরা রেলওয়ে স্টেশনে মিছিল নিয়ে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

আন্দোলনকারী বেশ কয়েকজন শিক্ষার্থী জানান, আমাদের কোটা সংস্কার এ আন্দোলন পুলিশ মোড়ে মোড়ে বাধা দিয়েছে। তারপরেও আমরা দাবি আদায়ে কোটা সংস্কার আন্দোলন করেছি।

আন্দোলনকারী শিক্ষার্থীদের পুলিশের বাধা দেওয়ার বিষয়ে জানতে চাইলে রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদ কোন বক্তব্য দিতে রাজি হননি।