কুতুবদিয়ায় সিপিপি সদস্যদের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন
- Update Time : ০৮:৪৩:৪২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
- / 43
এরফান হোছাইন:
কক্সবাজারের কুতুবদিয়ায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী-সিপিপির সেচ্ছাসেবকদের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।
বুধবার (১৭ জুলাই) সকালে কৈয়ারবিল আইডিয়াল হাইস্কুল সংলগ্ন বটতলী স্টেশনে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী-সিপিপি কৈয়ারবিল ইউনিয়নের উদ্যোগে ও বনবিভাগের সহযোগিতায় সিপিপি সেচ্ছাসেবকদের মাঝে চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির সম্পন্ন হয়।
কৈয়ারবিল ইউনিয়ন সিপিপির টিম লিডার ইউপি সদস্য মীর কাশেমের সভাপতিত্বে চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী।
ইউনিয়ন ডেপুটি টিম লিডার আবুল কাশেমের সঞ্চালনায় বৃক্ষরোপন কর্মসূচীতে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান আজমগীর মাতবর, ইউনিট লিডার মনোয়ারুল ইসলাম চৌধুরী, প্যানেল চেয়ারম্যান শফিউল আলম কুতুবী, ইউপি সদস্য আবু আহমদ, আমান উল্লাহ, আবদুল্লাহ আল মামুন, মোঃ রাসেল, ডেপুটি মহিলা টিম লিডার শিরিন আকতার, সুশিলনের উপজেলা প্রজেক্ট অফিসার ঝন্টু লাল পাল বক্তব্য রাখেন।
এসময় কৈয়ারবিল ইউনিয়নের সিপিপির সকল ইউনিটের সেচ্ছাসেবক বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী বলেন, এখন হচ্ছে গাছ লাগানোর উপযুক্ত সময়, সকলে অন্তত মিলে দুইটা করে গাছ লাগালে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। কৈয়ারবিল ইউনিয়ন সিপিপি সেচ্ছাসেবকদের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে এটা আসলে সত্যি প্রশংসার দাবীদার। সিপিপির সদস্যদের পাশে উপজেলা প্রশাসন সবসময় পাশে থাকবেন বলে জানান।
সিপিপি সদস্যদের সাথে নিয়ে একটি চারা রোপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মঈনুল হোসেন চৌধুরী। পরে
সিপিপির সকল সদস্যদের তিনটি করে ফলজ,বনজ ও ঔষুধি গাছ বিতরণ করা হয়।