নবীনগরে চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা করায় নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী

  • Update Time : ০৪:৪৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪
  • / 48

শুভ চক্রবর্ত্তী, নবীনগর প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূরে আলমের বিরুদ্ধে ৭ লক্ষ টাকা আত্মসাতের মামলা করায় মামলার বাদী আবদুর রহিমকে ভয়-ভীতি ও হুমকি দেয়ার প্রতিবাদে শুক্রবার (১২ জুলাই) বেলা ১১টায় নবীনগর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে নবীনগর পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামের আবদুর রহিম বলেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান মো. নূরে আলম এলাকার কয়েকজন মুরুব্বির উপস্থিততে আমার কাছ থেকে ১০ লক্ষ টাকা হাওলাত নেন। নির্বাচনের পর এক বছরে ৩ লক্ষ টাকা দিলেও বাকি ৭ লক্ষ টাকা দেব-দিচ্ছি বলে তালবাহানা করতে থাকেন। পরে টাকা দিতে অস্বীকার করলে বিষয়টির প্রতিকার চেয়ে গত ২ জুলাই ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রতারনার মামলা দায়ের করা হয়। আদালত কর্তৃক মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেওয়া হয়।
তিনি আরো বলেন, ২০২১ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে, নবীনগর পশ্চিম ইউনিয়ন থেকে চেয়ারম্যান প্রার্থী মো. নূরে আলম তার নির্বাচনী ব্যয়ের জন্য আমার কাছ থেকে এক সপ্তাহের কথা বলে দশ লাখ টাকা ধার নেয়। মামলা করার পর ওই চেয়ারম্যান আমাকে বিভিন্ন লোকের মাধ্যমে ভয়-ভীতি দেখিয়ে, টাকা না দেওয়ার হুমকি ও বিভিন্নভাবে আমাকে ফাঁসিয়ে বিপদে ফেলার হুমকি প্রদান করে যাচ্ছেন। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় আছি। আমি আমার টাকা ফেরত পাওয়া সহ চেয়ারম্যানের বিচার দাবি করছি।

পরে বাদী উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় উক্ত ইউনিয়নের মোহাম্মদ হাবিবুর রহমান, ৪নং ওয়ার্ডের বর্তমান সদস্য আরিফুর রহমান সেন্টু, শেখ জামাল জয়, ব্যবসায়ী মোহাম্মদ নাজমুল ইসলাম তাদের বক্তব্যে জানান, হাজী আবদুর রহিম নূরে আলম চেয়ারম্যানকে এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তিদের সাক্ষী রেখেই টাকা ধার দেয়। আবদুর রহিমকে নিরীহ পেয়ে এখন টাকা দিতে অস্বীকার করছে চেয়ারম্যান নূরে আলম। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবী জানাই।

এ বিষয়ে জানতে, নবীনগর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূরে আলমের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেন নি।

Tag :

Please Share This Post in Your Social Media


নবীনগরে চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা করায় নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী

Update Time : ০৪:৪৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪

শুভ চক্রবর্ত্তী, নবীনগর প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূরে আলমের বিরুদ্ধে ৭ লক্ষ টাকা আত্মসাতের মামলা করায় মামলার বাদী আবদুর রহিমকে ভয়-ভীতি ও হুমকি দেয়ার প্রতিবাদে শুক্রবার (১২ জুলাই) বেলা ১১টায় নবীনগর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে নবীনগর পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামের আবদুর রহিম বলেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান মো. নূরে আলম এলাকার কয়েকজন মুরুব্বির উপস্থিততে আমার কাছ থেকে ১০ লক্ষ টাকা হাওলাত নেন। নির্বাচনের পর এক বছরে ৩ লক্ষ টাকা দিলেও বাকি ৭ লক্ষ টাকা দেব-দিচ্ছি বলে তালবাহানা করতে থাকেন। পরে টাকা দিতে অস্বীকার করলে বিষয়টির প্রতিকার চেয়ে গত ২ জুলাই ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রতারনার মামলা দায়ের করা হয়। আদালত কর্তৃক মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেওয়া হয়।
তিনি আরো বলেন, ২০২১ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে, নবীনগর পশ্চিম ইউনিয়ন থেকে চেয়ারম্যান প্রার্থী মো. নূরে আলম তার নির্বাচনী ব্যয়ের জন্য আমার কাছ থেকে এক সপ্তাহের কথা বলে দশ লাখ টাকা ধার নেয়। মামলা করার পর ওই চেয়ারম্যান আমাকে বিভিন্ন লোকের মাধ্যমে ভয়-ভীতি দেখিয়ে, টাকা না দেওয়ার হুমকি ও বিভিন্নভাবে আমাকে ফাঁসিয়ে বিপদে ফেলার হুমকি প্রদান করে যাচ্ছেন। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় আছি। আমি আমার টাকা ফেরত পাওয়া সহ চেয়ারম্যানের বিচার দাবি করছি।

পরে বাদী উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় উক্ত ইউনিয়নের মোহাম্মদ হাবিবুর রহমান, ৪নং ওয়ার্ডের বর্তমান সদস্য আরিফুর রহমান সেন্টু, শেখ জামাল জয়, ব্যবসায়ী মোহাম্মদ নাজমুল ইসলাম তাদের বক্তব্যে জানান, হাজী আবদুর রহিম নূরে আলম চেয়ারম্যানকে এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তিদের সাক্ষী রেখেই টাকা ধার দেয়। আবদুর রহিমকে নিরীহ পেয়ে এখন টাকা দিতে অস্বীকার করছে চেয়ারম্যান নূরে আলম। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবী জানাই।

এ বিষয়ে জানতে, নবীনগর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূরে আলমের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেন নি।