চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান জসিমকে গ্রেপ্তারের নির্দেশ
- Update Time : ০১:৪৫:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
- / 71
এরফান হোছাইন:
পদ্মা ব্যাংকের ঋণখেলাপির মামলায় হাইকোর্টের সঙ্গে পে-অর্ডার প্রতারণা ও ১১৫ কোটি টাকার ঋণ পরিশোধ না করার অভিযোগে চন্দনাইশ উপজেলার চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদ ও তার স্ত্রী তানজিনা সুলতানাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে আদালত।
বুধবার (১০ জুলাই) চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই নির্দেশ দেন।
আদালত জানিয়েছে, জসিম উদ্দিন আহমেদ পদ্মা ব্যাংকের ৮৯ কোটি টাকা ঋণখেলাপি ছাড়াও হাইকোর্টের সঙ্গে পে-অর্ডার প্রতারণার আरोপে জড়িত। ফলে মোট ১১৫ কোটি টাকার ঋণ পরিশোধ না করায় তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হলো।
আদালত জসিম উদ্দিন আহমেদ ও তার স্ত্রী তানজিনা সুলতানাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার পাশাপাশি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, জেলা পুলিশ সুপার ও চন্দনাইশ থানার ওসিকে তাদের গ্রেপ্তারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত ৩০ এপ্রিল ৮৯ কোটি টাকা ঋণখেলাপির মামলায় জসিম ও তার স্ত্রীকে ৫ মাসের দেওয়ানি আটক ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
মামলার বিস্তারিত তথ্য অনুযায়ী, ২০১৬ সালে জেসিকা ট্রেড ইন্টারন্যাশনালের কর্ণধার জসিম পদ্মা ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে ৬০ কোটি টাকা ঋণ নেন। এক বছরের মধ্যে ঋণ পরিশোধ না করায় ঋণের পরিমাণ সুদ সহ বেড়ে ৮৯ কোটি টাকায় পৌঁছায়। ঋণের বিপরীতে নগরের লালদীঘি এলাকার ১৬.৫৯ শতক জমির ওপর নির্মিত সাততলা মহল মার্কেট ব্যাংকের কাছে জামানত রাখা ছিল।
উল্লেখ্য যে, ২০২০ সালের ১৮ জুলাই ঋণ শোধ না করায় পদ্মা ব্যাংক জসিমের বিরুদ্ধে অর্থঋণ আদালতে মামলা করে। মামলায় গত ২৯ জানুয়ারি জসিমকে সুদসহ ঋণ পরিশোধের নির্দেশ দেয় আদালত। ঋণ শোধ না করায় তার বিরুদ্ধে দেশত্যাগের নিষেধাজ্ঞা জারি করা হয়।