রাণীশংকৈলে নিখোঁজ হওয়া ৪ মাদ্রাসা শিক্ষার্থী উদ্ধার
- Update Time : ০৩:৩৪:৫২ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪
- / 66
হুমায়ুন কবির, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিণিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নিখোঁজের ৩ দিন পর ৪ জন মাদ্রাসা8শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। গত ৮ জুলাই রাণীশংকৈল থানার একটি চৌকস টিম ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানা পুলিশের সহযোগিতায় কলাপাগলা আবাসিক এলাকার একটি মুরগির ফার্ম থেকে ওই ৪ শিক্ষার্থীকে উদ্ধার করে। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা বুধবার (১০ জুলাই) দুপুরে প্রতিবেদককে এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানায়, উপজেলার নেকমরদ ইউনিয়নের ভবানীপুর কওমী এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় অধ্যায়নরত থেকে ওই ৪ শিক্ষার্থী ৩ দিন আগে নিখোঁজ হয়। উদ্ধারকৃত শিক্ষার্থীরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার ফতেপুর গ্রামের সাদিকুল ইসলামের ছেলে নাদিম ইসলাম (১৪) রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের রাতোর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মেহেদী হাসান (১৫) একই উপজেলার ফড়িংগাদিঘি গ্রামের মৃত লিটনের ছেলে রাফিজুল ইসলাম (১৪) এবং একই উপজেলার টাঙাগজ গ্রামের আইনুল হকের ছেলে হাবিবুর রহমান (১৩)। ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠকের দেয়া প্রতিবেদন ও রাণীশংকৈল থানা পুলিশ সুত্রে জানা গেছে,গত ৬ জুলাই ওই মাদ্রাসা থেকে ওই ৪ শিক্ষার্থী নিখোঁজ হয়। ওই দিনেই ওই মাদ্রাসা সুপার রমজান আলী এ নিয়ে রাণীশংকৈল থানায় একটি লিখিত অভিযোগ করেন।প্রেক্ষিতে জেলা পুলিশ সুপার রাণীশংকৈল থানা পুলিশকে নির্দেশ দিলে তারা ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থেকে তাদের উদ্ধার করতে সক্ষম হয়। রাণীশংকৈল থানার ওসি আরো জানান, ওই ৪ শিক্ষার্থী মাদ্রাসার পড়াশোনার চাপ নিতে না পাড়ায় মাদ্রাসা থেকে পালিয়েছিল।পালিয়ে তারা হালুয়াঘাট থেকে পরিবারের সঙ্গে ফোনে তাদের অবস্থান জানিয়েছিল।