কুমিল্লার লালমাইতে প্রবাসীর ঘরে ডাকাতি
- Update Time : ১১:০৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
- / 106
সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা
কুমিল্লা জেলা লালমাই উপজেলা বাগমারা ইউনিয়নের সিদ্দচি গ্রামের আঃ হাকিমের ছেলে সৌদি প্রবাসী বিল্লাল হোসেনের ঘরে মঙ্গলবার রাত আনুমানিক ৩টায় ৫/৭ জনের একটি দল ডাকাতি করে।
রাতে ঘরের তালা কেটে প্রবেশ করে। প্রবাসী বিল্লাল হোসেনের কন্যা শিশু গলায় চুরি ধরে ঘরে থাকা ৪ ভরি স্বর্ণ ও ১ লাখ ১০ হাজার সহ আরও অন্যান্য জিনিসপত্র নিয়ে যায়।
এই বিষয়ে প্রবাসী বিলাল হোসেনের শ্যালক মোহাম্মদ হাসান বলেন, আমার বোন-ভাগনিকে মারধর করেছে। আমার বোনের পরিবার পুরাপুরি আতঙ্ক। এখন তারা নিরাপত্তা নিয়ে চিন্তিত।
লালমাই থানার ওসি হানিফ সরকার বলেন, ভুক্তভোগী কোন অভিযোগ করে নাই। আমরা আমাদের মত করে চেষ্টা করতেছি।
Tag :