চট্টগ্রামে হেমন্ত মুখোপাধ্যায় স্মরণে সঙ্গীতানুষ্ঠান ‘তোমায় গান শোনাবো’

  • Update Time : ১২:৫৯:০০ পূর্বাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪
  • / 106

উপমহাদেশে বাংলা গানের দিকপাল হেমন্ত মুখোপাধ্যায় স্মরণে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো বাকারসন্স গ্রুপ আয়োজিত সঙ্গীতানুষ্ঠান ‘তোমায় গান শোনাবো’।

শনিবার (২৯ জুন) সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন দেশের সুপরিচিত সঙ্গীতশিল্পী ও বিশিষ্ট শিল্পপতি রিয়াজ ওয়াইজ এবং ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সত্যজিৎ দাস।

এ সময় উপস্থিত ছিলেন শিল্পী রিয়াজ ওয়ায়েজের বড়ভাই জামিল আবরার, বাকার গ্রুপের জিএম (এডমিন এন্ড কো অডিনেশন) শাহ এমরান ও জিএম (একাউন্স এন্ড ফাইন্যান্স) মো. মোস্তফা শামীম। অনুষ্ঠানে শিল্পী রিয়াজ ওয়াইজ এবং সত্যজিৎ দাস ‘আমায় প্রশ্ন করে নীল দ্রæব তারা, আজ দু’জনার দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে, ও নদীরে একটি কথা, পৃথিবীর গান আকাশ কি মনে রাখছেনসহ গাওয়া হল হেমন্ত মুখোপাধ্যায়ের নানা আঙ্গিকের গান। পুরো আয়োজনটিতে স্মরণ করা হলো প্রয়াত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়কে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রবীর পাল।

যন্ত্রানুসঙ্গে ছিলেন বেহালায় শ্যামল চন্দ্র দাশ, তবলায় রোমেন বিশ্বাস (রাজু), অক্টোপ্যাডে নন্দন নন্দী, একোস্টিক গিটারে মলয় কুমার ইন্দু (মুকেশ), বেস গিটাওে গৌরব বড়ুয়া, কী-বোর্ডে রিপন শীল ও সার্বিক সহযোগিতায় রনি কুমার গুহ।

Tag :

Please Share This Post in Your Social Media


চট্টগ্রামে হেমন্ত মুখোপাধ্যায় স্মরণে সঙ্গীতানুষ্ঠান ‘তোমায় গান শোনাবো’

Update Time : ১২:৫৯:০০ পূর্বাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪

উপমহাদেশে বাংলা গানের দিকপাল হেমন্ত মুখোপাধ্যায় স্মরণে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো বাকারসন্স গ্রুপ আয়োজিত সঙ্গীতানুষ্ঠান ‘তোমায় গান শোনাবো’।

শনিবার (২৯ জুন) সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন দেশের সুপরিচিত সঙ্গীতশিল্পী ও বিশিষ্ট শিল্পপতি রিয়াজ ওয়াইজ এবং ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সত্যজিৎ দাস।

এ সময় উপস্থিত ছিলেন শিল্পী রিয়াজ ওয়ায়েজের বড়ভাই জামিল আবরার, বাকার গ্রুপের জিএম (এডমিন এন্ড কো অডিনেশন) শাহ এমরান ও জিএম (একাউন্স এন্ড ফাইন্যান্স) মো. মোস্তফা শামীম। অনুষ্ঠানে শিল্পী রিয়াজ ওয়াইজ এবং সত্যজিৎ দাস ‘আমায় প্রশ্ন করে নীল দ্রæব তারা, আজ দু’জনার দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে, ও নদীরে একটি কথা, পৃথিবীর গান আকাশ কি মনে রাখছেনসহ গাওয়া হল হেমন্ত মুখোপাধ্যায়ের নানা আঙ্গিকের গান। পুরো আয়োজনটিতে স্মরণ করা হলো প্রয়াত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়কে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রবীর পাল।

যন্ত্রানুসঙ্গে ছিলেন বেহালায় শ্যামল চন্দ্র দাশ, তবলায় রোমেন বিশ্বাস (রাজু), অক্টোপ্যাডে নন্দন নন্দী, একোস্টিক গিটারে মলয় কুমার ইন্দু (মুকেশ), বেস গিটাওে গৌরব বড়ুয়া, কী-বোর্ডে রিপন শীল ও সার্বিক সহযোগিতায় রনি কুমার গুহ।