নবীনগরে জলাবদ্ধতায় অতিষ্ঠ হয়ে মেয়রের পদত্যাগের দাবিতে মানববন্ধন
- Update Time : ০৬:৪৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪
- / 50
শুভ চক্রবর্ত্তী,নবীনগর প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ৩নং ও ৪নং ওয়ার্ডের পদ্ম পাড়া, বিজয় পাড়া ও নরসিংহপুরের বাসিন্দাদের চলাচলের রাস্তাটিতে দীর্ঘদিন ধরে কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বছরের প্রায় ৬ মাস পানিবন্ধি অবস্থায় থাকতে হয়। এ সমস্যা নিরসনের একাধিকবার মেয়রের নিকট প্রতিকার চাওয়া হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নি। জলাবদ্ধতার সমস্যায় অতিষ্ঠ হয়ে বিক্ষুব্ধ জনসাধারণ নবীনগর পৌর মেয়রের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে।
বৃহস্পতিবার (২০জুন) পৌর কার্যালয়ের সামনে ঢাকাস্থ নবীনগর উপজেলা পোস্ট গ্র্যাজুয়েট এসোসিয়েশনের সভাপতি ও বিজয়পাড়ার বাসিন্দা ফখরুল ইসলাম মাসুমের সভাপতিত্বে এবং হাফেজ মাওলানা সাহাদাত হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, আ. জলিল, শফিক সিদ্দিকী, উজ্জ্বল মিয়া, মাওলানা আ. খালেক, মামুন, বিল্লাল মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আমাদের চলাচলের রাস্তাটিতে ড্রেনেজ ব্যবস্থা নেই, একটু বৃষ্টি হলেই আমরা পানিবন্দি হয়ে পড়ি। এ সমস্যা নিরসনে একাধিকবার পৌর মেয়রের নিকট ধরনা দিয়েও কোনো প্রতিকার পাইনি। তাই বাধ্য হয়েই মেয়রের পদত্যাগের দাবিতে মানববন্ধন করছি।
তবে নবীনগর পৌর মেয়র অ্যাড. শিব শংকর দাস এ মানববন্ধনকে হেফাজতের লোকজনের চক্রান্ত বলে দাবী করে তিনি জানান, সরকারি বরাদ্দ না থাকার কারণে আমরা ড্রেন করার উদ্যোগ নিতে পারছি না। তাছাড়া স্থানীয়রা জায়গা দিতে রাজি না হওয়ায় ড্রেনের কাজ শুরু করতে বিলম্ব হচ্ছে।