সাংবাদিকদের সাথে কউকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- Update Time : ০৯:১৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪
- / 62
কক্সবাজার প্রতিনিধি :
স্বপ্নের কক্সবাজার : আগামীর পথচলা প্রতিপাদ্য বিষয় নিয়ে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা।
শনিবার ( ২৫ মে) বিকাল সাড়ে ৪ টার সময় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের মাল্টিপারপাস হল কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু তাহের চৌধুরী। উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম সহ কক্সবাজারের শীর্ষস্থানীয় সাংবাদিকবৃন্দ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর মোহাম্মদ নুরুল আবছার।
স্বাগত বক্তব্যের প্রতিপাদ্য বিষয় ছিল ” স্বপ্নের কক্সবাজার : আগামীর পথচলা। ” একটি আধুনিক ও স্মার্ট পর্যটন নগরীর রুপরেখা অঙ্কিত হয়েছে উক্ত বক্তব্যের মধ্য দিয়ে।
কউক চেয়ারম্যান তার বক্তব্যে উল্লেখ করেন, মাননীয় প্রধানমন্ত্রীর ভীষণ- ২০৪১ বাস্তবায়নে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তিনি কক্সবাজারকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে উপস্থিত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এছাড়াও প্রস্তাবিত বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করা হয়। প্রকল্পের বিভিন্ন উদ্দেশ্য বাস্তবায়নে করণীয় এবং কক্সবাজারবাসী সহ সম্পূর্ণ ট্যুরিজম শিল্পে কেমন প্রভাব পড়বে এবং দেশের জিডিপিতে অবদান কেমন হতে পারে তা তুলে ধরা হয়।
সর্বপরি, সমগ্র কক্সবাজারকে নিয়ে কউক চেয়ারম্যানের স্বপ্ন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং তা বাস্তববায়নে কউকের প্রচেষ্টা তুলে ধরা হয়েছে।
“যা বাস্তবায়িত হলে নিঃসন্দেহে বলা যাবে- আমার কক্সবাজার, আমার অহংকার ” – উল্লেখ করে উক্ত মতবিনিময় সভার সমাপ্তি করা হয়।