ঢাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধে বিআরটিএ’র নতুন নির্দেশনা
- Update Time : ০৩:৫১:০৫ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪
- / 61
ঢাকায় ব্যাটারিচালিত রিকশা কয়েক দিন আগেই নিষিদ্ধ করেছে। এরপরও সড়কে চলতে দেখা গেছে ব্যাটারিচালিত রিকশা। এবার নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। বিআরটিএ থেকে বলা হয়েছে, ঢাকায় ব্যাটারি অথবা মোটরচালিত রিকশা বা ভ্যান এবং রং চটা, জরাজীর্ণ মোটরযান চালানো শাস্তিযোগ্য অপরাধ। এসব চালানো বন্ধ করা না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে রোববার (১৯ মে) বিআরটিএ’র দেওয়ার এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাটারি-মোটরচালিত রিকশা বা ভ্যান বা অনুরূপ শ্রেণির থ্রি-হুইলার ঢাকা মহানগরীতে চলাচলের কারণে সড়ক নিরাপত্তা পরিস্থিতির অবনতি হচ্ছে। সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ব্যাটারি-মোটরচালিত রিকশা বা ভ্যান বা অনুরূপ শ্রেণির থ্রি-হুইলার এবং ফিটনেসের অনুপযোগী, রং-চটা, জরাজীর্ণ ও লক্কড়ঝক্কড় মোটরযান চালানো শাস্তিযোগ্য অপরাধ।
এর আগে, রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে বুধবার (১৫ মে) এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলামের দাবির প্রেক্ষিতে ওবায়দুল কাদের ঢাকার দুই সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন।