নওগাঁর রাণীনগরে ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রদ্যুৎতের গণসংযোগ

  • Update Time : ০৩:৪৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪
  • / 65

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় চশমা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রদ্যুৎ কুমার প্রামানিক গণসংযোগ ও ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছেন। শুক্রবার উপজেলার গোনা ইউনিয়নের বড়বড়িয়া থেকে প্রচারণা শুরু করে সদর ইউনিয়ন ও কাশিমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে তিনি প্রচার-প্রচারণা চালান।

এ সময় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রার্থীর চশমা প্রতীকের লিফলেট বিতরণ করাসহ ভোট প্রার্থনা করেন প্রদ্যুৎ। প্রচারণার সময় তার সমর্থকরা উপস্থিত ছিলেন।

ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রদ্যুৎ কুমার প্রামানিক জানান, আমি দীর্ঘদিন থেকে আওয়ামী লীগের রাজনীতি ও সামাজিক এবং সেবামূলক বিভিন্ন কাজের সঙ্গে জড়িত। সেই জন্য এলাকায় আমার একটা পরিচিতি রয়েছে। এলাকার জনগণের সেবা করার উদ্দেশ্যে আমি নির্বাচনে দাঁড়িয়েছি। ভোটারদের কাছে গিয়ে ব্যাপক সাড়া পাচ্ছি। সুষ্ঠু অবাধ নির্বাচন হলে আমি শতভাগ আশাবাদি বিপুল ভোটে জয়লাভ করবো।

উল্লেখ্য, আগামী ২৯ মে রাণীনগর উপজেলায় তৃতীয় ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Tag :

Please Share This Post in Your Social Media


নওগাঁর রাণীনগরে ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রদ্যুৎতের গণসংযোগ

Update Time : ০৩:৪৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় চশমা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রদ্যুৎ কুমার প্রামানিক গণসংযোগ ও ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছেন। শুক্রবার উপজেলার গোনা ইউনিয়নের বড়বড়িয়া থেকে প্রচারণা শুরু করে সদর ইউনিয়ন ও কাশিমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে তিনি প্রচার-প্রচারণা চালান।

এ সময় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রার্থীর চশমা প্রতীকের লিফলেট বিতরণ করাসহ ভোট প্রার্থনা করেন প্রদ্যুৎ। প্রচারণার সময় তার সমর্থকরা উপস্থিত ছিলেন।

ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রদ্যুৎ কুমার প্রামানিক জানান, আমি দীর্ঘদিন থেকে আওয়ামী লীগের রাজনীতি ও সামাজিক এবং সেবামূলক বিভিন্ন কাজের সঙ্গে জড়িত। সেই জন্য এলাকায় আমার একটা পরিচিতি রয়েছে। এলাকার জনগণের সেবা করার উদ্দেশ্যে আমি নির্বাচনে দাঁড়িয়েছি। ভোটারদের কাছে গিয়ে ব্যাপক সাড়া পাচ্ছি। সুষ্ঠু অবাধ নির্বাচন হলে আমি শতভাগ আশাবাদি বিপুল ভোটে জয়লাভ করবো।

উল্লেখ্য, আগামী ২৯ মে রাণীনগর উপজেলায় তৃতীয় ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।