অপরাধ নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা সমুন্নত রাখার লক্ষ্যে কুমিল্লা ইপিজেড ফাঁড়ির বিট পুলিশিং সভা
- Update Time : ০২:৪২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪
- / 52
সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা।।
বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি- তথ্য দিন সেবা নিন এই শ্লোগানগুলোকে সামনে রেখে কুমিল্লা ইপিজেড ফাঁড়ির বিট ভিত্তিক মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে।
সোমবার (১২ মে) রাত ১০ টায় কুমিল্লা ইপিজেড ফাঁড়ির আয়োজনে ইপিজেড পকেট গেইট এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
আগত বক্তারা বক্তব্যে বলেন, জনগণকে দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে এবং সর্বোপরি এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে। বিট পুলিশিং এর নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সমাজ থেকে সন্ত্রাস ও মাদক নির্মূল এবং ধর্ষণবিরোধী সভার আয়োজনের মাধ্যমে মানুষকে সচেতন করার কাজ করে যাচ্ছে বিট পুলিশিং কর্মকর্তারা। বিট পুলিশিং কার্যক্রমকে ফলপ্রসূ করতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত মনিটরিং করছেন বলে জানান।
কুমিল্লা ইপিজেড ফাঁড়ির ইনচার্জ কবির হোসেনের সঞ্চালনায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর ভূঁইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এ কে এম এমরানুল হক মারুফ।
মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও জননন্দিত কাউন্সিলর মো. রেজাউল করিম, সেচ্ছাসেবক লীগ নেতা জসিম উদ্দিন। এছাড়া উক্ত মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তাগণ সন্ত্রাস-জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে জেলা পুলিশের কার্যকর ভূমিকার জন্য ভূয়সী প্রশংসা করেন ও ধন্যবাদ জানান।