সল্ট-আয়ার-রমনদীপের ব্যাটে কলকাতার বড় সংগ্রহ

  • Update Time : ০৭:০১:২৫ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪
  • / 84

স্পোর্টস ডেস্ক

ফিল সল্ট, শ্রেয়াস আয়ারের ব্যাটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিপক্ষে বড় সংগ্রহ পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। আজ রোববার বিকেলে ঘরের মাঠ ইডেন গার্ডেনে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২২২ রান সংগ্রহ করেছে। জিততে কোহলি-ডু প্লেসিসদের করতে হবে ২২৩ রান।

এদিন ব্যাট করতে নেমেই ঝড় তোলেন সল্ট। মাত্র ১৪ বলে ৭টি চার ও ৩ ছক্কায় তুলে ফেলেন ৪৮ রান। অবশ্য ব্যক্তিগত এই রানে এবং দলীয় ৫৬’র সময় সাজঘরে ফেরেন তিনি।

এরপর সুনীল নারিন ও অঙ্ককৃশ রঘুবংশী দ্রুত ফিরেন ১০ ও ৩ রান করে। দলীয় ৯৭ রানের সময় ফেরেন ভেঙ্কটেশ আয়ারও। ৩ চারে ১৬ রান করেন তিনি।

সেখান থেকে শ্রেয়ার আয়ার ও রিংকু সিং দলীয় সংগ্রহকে টেনে নেন ১৩৭ পর্যন্ত। এই রানে ফেরেন রিংকু। তিনি ২ চার ও ১ ছক্কায় ২৪ রান করে যান। ১৭৯ রানের মাথায় আউট হন আয়ারও। তবে যাওয়ার আগে ৩৬ বলে ৭টি চার ও ১ ছক্কায় ফিফটি করে যান।

সেখান থেকে আন্দ্রে রাসেল ও রামনদীপ সিং শেষদিকে ঝড় তুলে দলীয় সংগ্রহ ২০০ পার করেন। শেষ পর্যন্ত তারা দুজন মাত্র ১৬ বলে দলীয় সংগ্রহে যোগ করেন ৪৩ রান। তাতে কেকেআরের সংগ্রহ বেড়ে হয় ২২২। রামনদীপ ৯ বলে ২ চার ও ২ ছক্কায় ২৪ রানে ও রাসেল ২০ বলে ৪টি চারে ২৭ রানে অপরাজিত থাকেন।

বল হাতে বেঙ্গালুরুর যশ দয়াল ও ক্যামেরন গ্রিন ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন মোহাম্মদ সিরাজ ও লোকি ফার্গুসন।

Tag :

Please Share This Post in Your Social Media


সল্ট-আয়ার-রমনদীপের ব্যাটে কলকাতার বড় সংগ্রহ

Update Time : ০৭:০১:২৫ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪

স্পোর্টস ডেস্ক

ফিল সল্ট, শ্রেয়াস আয়ারের ব্যাটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিপক্ষে বড় সংগ্রহ পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। আজ রোববার বিকেলে ঘরের মাঠ ইডেন গার্ডেনে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২২২ রান সংগ্রহ করেছে। জিততে কোহলি-ডু প্লেসিসদের করতে হবে ২২৩ রান।

এদিন ব্যাট করতে নেমেই ঝড় তোলেন সল্ট। মাত্র ১৪ বলে ৭টি চার ও ৩ ছক্কায় তুলে ফেলেন ৪৮ রান। অবশ্য ব্যক্তিগত এই রানে এবং দলীয় ৫৬’র সময় সাজঘরে ফেরেন তিনি।

এরপর সুনীল নারিন ও অঙ্ককৃশ রঘুবংশী দ্রুত ফিরেন ১০ ও ৩ রান করে। দলীয় ৯৭ রানের সময় ফেরেন ভেঙ্কটেশ আয়ারও। ৩ চারে ১৬ রান করেন তিনি।

সেখান থেকে শ্রেয়ার আয়ার ও রিংকু সিং দলীয় সংগ্রহকে টেনে নেন ১৩৭ পর্যন্ত। এই রানে ফেরেন রিংকু। তিনি ২ চার ও ১ ছক্কায় ২৪ রান করে যান। ১৭৯ রানের মাথায় আউট হন আয়ারও। তবে যাওয়ার আগে ৩৬ বলে ৭টি চার ও ১ ছক্কায় ফিফটি করে যান।

সেখান থেকে আন্দ্রে রাসেল ও রামনদীপ সিং শেষদিকে ঝড় তুলে দলীয় সংগ্রহ ২০০ পার করেন। শেষ পর্যন্ত তারা দুজন মাত্র ১৬ বলে দলীয় সংগ্রহে যোগ করেন ৪৩ রান। তাতে কেকেআরের সংগ্রহ বেড়ে হয় ২২২। রামনদীপ ৯ বলে ২ চার ও ২ ছক্কায় ২৪ রানে ও রাসেল ২০ বলে ৪টি চারে ২৭ রানে অপরাজিত থাকেন।

বল হাতে বেঙ্গালুরুর যশ দয়াল ও ক্যামেরন গ্রিন ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন মোহাম্মদ সিরাজ ও লোকি ফার্গুসন।