খুলনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

  • Update Time : ০৫:১৩:০৪ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪
  • / 70

খুলনা প্রতিনিধি:

খুলনার ডুমুরিয়ায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী খলিলুর রহমান (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক নাজমুল ইসলাম (৩৫) আহত হন। রোববার (৩১ মার্চ) দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঙ্গারদহ নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

নিহত খলিলুর রহমান সাতক্ষীরার ভালুকাচাঁদপুর গ্রামের মৃত জহির সর্দারের ছেলে ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, রোববার (৩১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঙ্গারদহ নামক স্থানে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা মোটরসাইকেল স্থানে পৌঁছালে খলিলুর রহমানকে একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেল চাপা দিয়ে দ্রুত গতিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত মোটরসাইকেল চালক নাজমুল ইসলামকে উদ্ধার করে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় এবং নিহত খলিলুর রহমানের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে ডুমুরিয়া ফায়ার সার্ভিসের টিম, ডুমুরিয়া থানা পুলিশ ও খর্নিয়া হাইওয়ে পুলিশ আইন-শৃঙ্খলা ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।

Please Share This Post in Your Social Media


খুলনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

Update Time : ০৫:১৩:০৪ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪

খুলনা প্রতিনিধি:

খুলনার ডুমুরিয়ায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী খলিলুর রহমান (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক নাজমুল ইসলাম (৩৫) আহত হন। রোববার (৩১ মার্চ) দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঙ্গারদহ নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

নিহত খলিলুর রহমান সাতক্ষীরার ভালুকাচাঁদপুর গ্রামের মৃত জহির সর্দারের ছেলে ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, রোববার (৩১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঙ্গারদহ নামক স্থানে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা মোটরসাইকেল স্থানে পৌঁছালে খলিলুর রহমানকে একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেল চাপা দিয়ে দ্রুত গতিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত মোটরসাইকেল চালক নাজমুল ইসলামকে উদ্ধার করে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় এবং নিহত খলিলুর রহমানের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে ডুমুরিয়া ফায়ার সার্ভিসের টিম, ডুমুরিয়া থানা পুলিশ ও খর্নিয়া হাইওয়ে পুলিশ আইন-শৃঙ্খলা ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।