ঢাবির বিজ্ঞান ইউনিটে পাস ৮ দশমিক ৮৯ শতাংশ
- Update Time : ০৭:৫৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
- / 65
জাননাহ, ঢাবি প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ‘বিজ্ঞান ইউনিট’-এর আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে পাস করেছেন মাত্র ৯ হাজার ৭২৩ জন শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন।
এই ভর্তি পরীক্ষার ফলাফলের পরিসংখ্যানে দেখা যায়, এ বছর বিজ্ঞান ইউনিটে পরীক্ষা দিয়েছিলেন ১ লাখ ৯ হাজার ৩৬৩ জন শিক্ষার্থী। পাস করেছেন মাত্র ৯ হাজার ৭২৩ জন। যা মোট শিক্ষার্থীর ৮ দশমিক ৮৯ শতাংশ। বাকি ৯১ দশমিক ১১ শতাংশ শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন।
এবার বিজ্ঞান ইউনিটে প্রথম হয়েছেন নটরডেম কলেজের শিক্ষার্থী প্রতীক রসূল। তার প্রাপ্ত মোট নম্বর ১১১ দশমিক ২৫ (মূল পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বর ৯১ দশমিক ২৫)।
মানবিক বিভাগ থেকে প্রথম হয়েছেন লক্ষ্মীপুর সরকারি কলেজের নাফিসা তাবাসসুম। তার প্রাপ্ত মোট নম্বর ৯৮ দশমিক ৫ (মূল পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বর ৭৮ দশমিক ৫)।
বিজ্ঞান ইউনিটে বাণিজ্য বিভাগ থেকে প্রথম হয়েছেন মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সাদিয়া আফরিন। তার প্রাপ্ত মোট নম্বর ৯৮ (মূল পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বর ৭৮)।