পরীক্ষায় আসদুপায় অবলম্বনের দায়ে ইবির ১২ শিক্ষার্থীকে শাস্তি
- Update Time : ০৩:৫৫:০২ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪
- / 62
শাহিন রাজা, ইবি প্রতিনিধি:
পরীক্ষায় আসদুপায় অবলম্বনের দায়ে ১২ শিক্ষার্থীকে নানা মেয়াদে শাস্তি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। এতে ৪ জনকে এক সেমিস্টার ও ৭জনকে একটি কোর্স বাতিলসহ অপরাধ বিবেচনা সাপেক্ষে একজনকে সতর্ক করেছে কর্তৃপক্ষ । রবিবার (২৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এর অনুমোদন দেন। এর আগে গত ১৩ মার্চ অনুষ্ঠিত পরীক্ষা শৃঙ্খলা কমিটির ৬৬তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এ কে আজাদ লাভলু এ তথ্য নিশ্চিত করেছেন।
শাস্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীর মধ্যে পরীক্ষা শৃঙ্খলা অধ্যাদেশের অপরাধের ৫(১৫), ৬(১), ৬(৩) ও ৬(১৫) ধারা মোতাবেক ৪জনকে একটি সেমিস্টার, ৭জনকে একটি করে কোর্স বাতিল করা হয়েছে। এতে স্নাতকোত্তর ২০২০-২১ শিক্ষাবর্ষের ব্যবস্থাপনা বিভাগের ২ জন ও ২০২১-২২ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের ২ জন শিক্ষার্থীকে একটি সেমিস্টার বাতিল করা হয়।
এছাড়া বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মান ২০২০-২১ শিক্ষাবর্ষের ৩ জন, একই বর্ষের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের ২ জন এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের একজন ও একই বর্ষের লোক প্রশাসন বিভাগের একজনের একটি কোর্স বাতিল করা হয়েছে।
অন্যদিকে ১০১৮-১৯ শিক্ষাবর্ষের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের একজনকে পরীক্ষার হলে মোবাইল ব্যাবহার না করার জন্য সতর্ক করেছে কর্তৃপক্ষ।