বিতর্কিত রাণীনগরের এসিল্যান্ডের বদলি

  • Update Time : ১০:৫০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
  • / 67

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে বিতর্কিত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড মোহাম্মদ হাফিজুর রহমানকে বদলি করা হয়েছে। রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোছা. নাজমুন নাহার স্বাক্ষরিত ১১ মার্চে এক আদেশে তাকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসাবে বদলি করা হয়। বদলির আদেশে আগামী ২০ মার্চের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

এদিকে রাণীনগরের এসিল্যান্ডের বদলির খবর উপজেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়লে সমাজের নানা শ্রেণি-পেশার মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে।

জানা গেছে, গত ২০২১ সালের ১৮ অক্টোবরে রাণীনগর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসাবে যোগদান করেন মোহাম্মদ হাফিজুর রহমান। যোগদানের পর থেকেই তিনি উপজেলা ভূমি অফিসকে দুর্নীতির আখড়ায় পরিণত করেন। এরপর উপজেলা ভূমি অফিসের নানা অনিয়ম-দুর্নীতি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়। তার বিরুদ্ধে- সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করা, জাল দলিলে জমি নামজারি (খারিজ) করা, ক্ষমতার অপব্যবহার ও সেবাপ্রত্যাশীদের হয়রানি করাসহ নানা অভিযোগ উঠেছে।

অভিযোগের বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে সদ্য বদলিকৃত রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাফিজুর রহমান ব্যস্ততা দেখিয়ে এরিয়ে যান। এরপর তিনি মোবাইল ফোনে কোন বক্তব্য দিতে রাজি হননি। তিনি ফোনে বলেন, অভিযোগের বিষয়ে অফিসে এসে কথা বলেন ও বক্তব্য নেন, ফোনে না।

Tag :

Please Share This Post in Your Social Media


বিতর্কিত রাণীনগরের এসিল্যান্ডের বদলি

Update Time : ১০:৫০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে বিতর্কিত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড মোহাম্মদ হাফিজুর রহমানকে বদলি করা হয়েছে। রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোছা. নাজমুন নাহার স্বাক্ষরিত ১১ মার্চে এক আদেশে তাকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসাবে বদলি করা হয়। বদলির আদেশে আগামী ২০ মার্চের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

এদিকে রাণীনগরের এসিল্যান্ডের বদলির খবর উপজেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়লে সমাজের নানা শ্রেণি-পেশার মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে।

জানা গেছে, গত ২০২১ সালের ১৮ অক্টোবরে রাণীনগর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসাবে যোগদান করেন মোহাম্মদ হাফিজুর রহমান। যোগদানের পর থেকেই তিনি উপজেলা ভূমি অফিসকে দুর্নীতির আখড়ায় পরিণত করেন। এরপর উপজেলা ভূমি অফিসের নানা অনিয়ম-দুর্নীতি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়। তার বিরুদ্ধে- সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করা, জাল দলিলে জমি নামজারি (খারিজ) করা, ক্ষমতার অপব্যবহার ও সেবাপ্রত্যাশীদের হয়রানি করাসহ নানা অভিযোগ উঠেছে।

অভিযোগের বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে সদ্য বদলিকৃত রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাফিজুর রহমান ব্যস্ততা দেখিয়ে এরিয়ে যান। এরপর তিনি মোবাইল ফোনে কোন বক্তব্য দিতে রাজি হননি। তিনি ফোনে বলেন, অভিযোগের বিষয়ে অফিসে এসে কথা বলেন ও বক্তব্য নেন, ফোনে না।