কাল কুমিল্লা সিটিকর্পোরেশনের উপ নির্বাচনঃ নিরাপত্তা চাদরে নগরী

  • Update Time : ১১:৩৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪
  • / 59

সোহাইবুল ইসলাম সোহাগ,কুমিল্লা
কুমিল্লা সিটি করপোরেশন উপনির্বাচনের ভোট আজ। এরই মধ্যে ভোটগ্রহণের সব প্রস্তুতি চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। কুমিল্লা সিটি করপোরেশনের উপনির্বাচনের ভোটগ্রহণ হবে ইভিএমের মাধ্যমে।

কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেয়া হয়েছে ভোটের সামগ্রী। গোটা নগরীকে নিরাপত্তার চাদরে মুড়িয়ে দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।

নগরীতে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে জেলা পুলিশ। নির্বাচনের পর দিন রবিবার পর্যন্ত কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় জরুরি সেবায় নিয়োজিত ও কার্ডধারী সাংবাদিক ছাড়া মোটরসাইকেল চলাচল বন্ধ থাকছে।

এসব বিষয় নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন। তিনি জানান, ভোটাররা নির্বহে ভোট দিতে পারবে। সুষ্ঠু নির্বাচনের জন্য এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন জানান, ৬৪০টি ভোটকক্ষে দায়িত্ব পালন করবেন ১০৫ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৬৪০ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা, এক হাজার ২৮০ জন পোলিং এজেন্ট। নয় জন ম্যাজিস্ট্রেট, ও আচরণবিধি প্রতিপালনে ২৭ জন ম্যাজিস্ট্রেট থাকবেন। ১০৫ কেন্দ্রের নিরাপত্তায় ১২ প্লাটুনে ৪৫০ জন বিজিবি মোতায়েন করা হয়েছে। র‍্যাব ২৭ টিমে ৯৩৯ জন, পুলিশের ২৭ মোবাইল টিমে ১৩৩৯ জন এবং নয়টি স্ট্রাইকিং ফোর্স মাঠে থাকবে। এ ছাড়াও দুটি থানার দুটি টিম রিজার্ভ ফোর্স হিসেবে থাকবে।

কুমিল্লা সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, নির্বাচন সুষ্ঠু করতে আমরা যা যা পদক্ষেপ নেওয়া দরকার তা নিয়েছি। কোথাও ঝামেলা হলে ৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেয়া হবে। ফল ঘোষণার পর পর্যন্ত নিরাপত্তার সকল কার্যক্রম অব্যাহত থাকবে।

কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুহাম্মদ মুশফিকুর রহমান বলেন, ‘কুমিল্লাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। দৃশ্যমান আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি থাকবেন সাদা পোশাকের গোয়েন্দা সদস্যরাও। কোনও বিশৃঙ্খলা হলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, নির্বাচনে মেয়র পদে রয়েছেন চার প্রার্থী। ঘড়ি প্রতীকে সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, ঘোড়া প্রতীকে সাবেক স্বেচ্ছাসেবক দল কুমিল্লা মহানগর আহ্বায়ক নিজাম উদ্দিন কায়সার, বাস প্রতীকে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসিন বাহার এবং হাতি প্রতীকে মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর উর রহমান মাহমুদ তানিম।

নগরীর ২৭টি ওয়ার্ডে ১০৫ টি কেন্দ্রে পুরুষ ভোটার এক লাখ ১৮ হাজার ২৮২ জন, নারী ভোটার এক লাখ ২৪ হাজার ২৭৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার দুই জন রয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media


কাল কুমিল্লা সিটিকর্পোরেশনের উপ নির্বাচনঃ নিরাপত্তা চাদরে নগরী

Update Time : ১১:৩৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪

সোহাইবুল ইসলাম সোহাগ,কুমিল্লা
কুমিল্লা সিটি করপোরেশন উপনির্বাচনের ভোট আজ। এরই মধ্যে ভোটগ্রহণের সব প্রস্তুতি চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। কুমিল্লা সিটি করপোরেশনের উপনির্বাচনের ভোটগ্রহণ হবে ইভিএমের মাধ্যমে।

কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেয়া হয়েছে ভোটের সামগ্রী। গোটা নগরীকে নিরাপত্তার চাদরে মুড়িয়ে দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।

নগরীতে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে জেলা পুলিশ। নির্বাচনের পর দিন রবিবার পর্যন্ত কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় জরুরি সেবায় নিয়োজিত ও কার্ডধারী সাংবাদিক ছাড়া মোটরসাইকেল চলাচল বন্ধ থাকছে।

এসব বিষয় নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন। তিনি জানান, ভোটাররা নির্বহে ভোট দিতে পারবে। সুষ্ঠু নির্বাচনের জন্য এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন জানান, ৬৪০টি ভোটকক্ষে দায়িত্ব পালন করবেন ১০৫ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৬৪০ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা, এক হাজার ২৮০ জন পোলিং এজেন্ট। নয় জন ম্যাজিস্ট্রেট, ও আচরণবিধি প্রতিপালনে ২৭ জন ম্যাজিস্ট্রেট থাকবেন। ১০৫ কেন্দ্রের নিরাপত্তায় ১২ প্লাটুনে ৪৫০ জন বিজিবি মোতায়েন করা হয়েছে। র‍্যাব ২৭ টিমে ৯৩৯ জন, পুলিশের ২৭ মোবাইল টিমে ১৩৩৯ জন এবং নয়টি স্ট্রাইকিং ফোর্স মাঠে থাকবে। এ ছাড়াও দুটি থানার দুটি টিম রিজার্ভ ফোর্স হিসেবে থাকবে।

কুমিল্লা সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, নির্বাচন সুষ্ঠু করতে আমরা যা যা পদক্ষেপ নেওয়া দরকার তা নিয়েছি। কোথাও ঝামেলা হলে ৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেয়া হবে। ফল ঘোষণার পর পর্যন্ত নিরাপত্তার সকল কার্যক্রম অব্যাহত থাকবে।

কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুহাম্মদ মুশফিকুর রহমান বলেন, ‘কুমিল্লাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। দৃশ্যমান আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি থাকবেন সাদা পোশাকের গোয়েন্দা সদস্যরাও। কোনও বিশৃঙ্খলা হলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, নির্বাচনে মেয়র পদে রয়েছেন চার প্রার্থী। ঘড়ি প্রতীকে সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, ঘোড়া প্রতীকে সাবেক স্বেচ্ছাসেবক দল কুমিল্লা মহানগর আহ্বায়ক নিজাম উদ্দিন কায়সার, বাস প্রতীকে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসিন বাহার এবং হাতি প্রতীকে মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর উর রহমান মাহমুদ তানিম।

নগরীর ২৭টি ওয়ার্ডে ১০৫ টি কেন্দ্রে পুরুষ ভোটার এক লাখ ১৮ হাজার ২৮২ জন, নারী ভোটার এক লাখ ২৪ হাজার ২৭৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার দুই জন রয়েছেন।