ভুয়া র‌্যাবের সিও, ডিসি, এসপি ও জেল সুপার আটক!

  • Update Time : ০৪:৩৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪
  • / 176

অন্তর দে (বিশাল),কক্সবাজার প্রতিনিধি :-

কক্সবাজারে র‌্যাবের সিও, ডিসি, এসপি এবং জেল সুপার’সহ বিবিধ পেশার ভুয়া পরিচয় দিয়ে বিপদাপন্ন মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের মূলহোতা তোরাব আলী ওরফে রেজাউল করিমসহ তার পাঁচ সহযোগী’কে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

মঙ্গলবার, (৫ মার্চ) দিবাগত-রাত ৪ টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ জে-টি ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেডের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের এলাকায় এই অভিযান পরিচালনা করা করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন কক্সবাজারের কুতুবদিয়ার মৃত আবু বক্করের পুত্র তোরাব উদ্দিন শিকদার (৪০), চকরিয়া ফাঁসিয়াখালী ইউনিয়নের আব্দুস সাত্তারের পুত্র বাদশা (৩০),জয়নাল আবেদীনের পুত্র তারেকুর রহমান (২০),আবুল কাশেমের পুত্র মোঃ জোবায়ের (২৩),মাহমুদ উল্ল্যাহের এমদাদ উল্ল্যাহ মারুফ (২০),
-মোঃ ইউনুস কবিরের কন্যা মিশকাত জান্নাত জুলি।

এইসময় তাদের তল্লাশি চালিয়ে নগদ ৩৫,০০০/- (পঁয়ত্রিশ হাজার), ০৫টি ম্যাজিক ডলার, ০১টি মাইক্রো গাড়ী , ০৮টি এন্ড্রয়েড মোবাইল ও ০২টি বাটন ফোন, ১৪টি সীম কার্ড (রবি-৬, গ্রামীন-৪, এয়ারটেল-৩ এবং বাংলালিংক-১) উদ্ধার করা হয়।

র‌্যাব-১৫ এর সূত্রে জানা যায়, গত বেশ কিছুদিন যাবৎ কক্সবাজারে একটি সুচতুর প্রতারক চক্র সক্রিয় রয়েছে, যারা কিনা অভিনব উপায়ে র‌্যাবের সিও, জেল সুপার, ডিসি, এসপি’সহ নানাবিধ পেশার ভুয়া পরিচয় দিয়ে বিপদাপন্ন মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে।
কমপক্ষে ১০ এর অধিক ভুক্তভোগী প্রতারণার শিকার হয়ে সর্বস্বান্ত হয়ে এ ব্যাপারে র‌্যাবের নিকট প্রতিকার চান। বিষয়টি সম্পর্কে অবহিত হওয়ামাত্র র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল এ সংক্রান্তে কাজ শুরু করে।
কক্সবাজার ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

Tag :

Please Share This Post in Your Social Media


ভুয়া র‌্যাবের সিও, ডিসি, এসপি ও জেল সুপার আটক!

Update Time : ০৪:৩৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪

অন্তর দে (বিশাল),কক্সবাজার প্রতিনিধি :-

কক্সবাজারে র‌্যাবের সিও, ডিসি, এসপি এবং জেল সুপার’সহ বিবিধ পেশার ভুয়া পরিচয় দিয়ে বিপদাপন্ন মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের মূলহোতা তোরাব আলী ওরফে রেজাউল করিমসহ তার পাঁচ সহযোগী’কে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

মঙ্গলবার, (৫ মার্চ) দিবাগত-রাত ৪ টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ জে-টি ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেডের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের এলাকায় এই অভিযান পরিচালনা করা করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন কক্সবাজারের কুতুবদিয়ার মৃত আবু বক্করের পুত্র তোরাব উদ্দিন শিকদার (৪০), চকরিয়া ফাঁসিয়াখালী ইউনিয়নের আব্দুস সাত্তারের পুত্র বাদশা (৩০),জয়নাল আবেদীনের পুত্র তারেকুর রহমান (২০),আবুল কাশেমের পুত্র মোঃ জোবায়ের (২৩),মাহমুদ উল্ল্যাহের এমদাদ উল্ল্যাহ মারুফ (২০),
-মোঃ ইউনুস কবিরের কন্যা মিশকাত জান্নাত জুলি।

এইসময় তাদের তল্লাশি চালিয়ে নগদ ৩৫,০০০/- (পঁয়ত্রিশ হাজার), ০৫টি ম্যাজিক ডলার, ০১টি মাইক্রো গাড়ী , ০৮টি এন্ড্রয়েড মোবাইল ও ০২টি বাটন ফোন, ১৪টি সীম কার্ড (রবি-৬, গ্রামীন-৪, এয়ারটেল-৩ এবং বাংলালিংক-১) উদ্ধার করা হয়।

র‌্যাব-১৫ এর সূত্রে জানা যায়, গত বেশ কিছুদিন যাবৎ কক্সবাজারে একটি সুচতুর প্রতারক চক্র সক্রিয় রয়েছে, যারা কিনা অভিনব উপায়ে র‌্যাবের সিও, জেল সুপার, ডিসি, এসপি’সহ নানাবিধ পেশার ভুয়া পরিচয় দিয়ে বিপদাপন্ন মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে।
কমপক্ষে ১০ এর অধিক ভুক্তভোগী প্রতারণার শিকার হয়ে সর্বস্বান্ত হয়ে এ ব্যাপারে র‌্যাবের নিকট প্রতিকার চান। বিষয়টি সম্পর্কে অবহিত হওয়ামাত্র র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল এ সংক্রান্তে কাজ শুরু করে।
কক্সবাজার ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।