মতলবে ৮ মাসের অন্তঃসত্ত্বা নারীকে এসিড নিক্ষেপ: আটক-১

  • Update Time : ০৪:৩২:১৯ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪
  • / 70

আল-আমিন ভূঁইয়া:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম সুজাতপুর প্রধান বাড়িতে ৮ মাসের অন্তঃসত্ত্বা মেয়েকে এসিড নিক্ষেপ করেছে দূরবৃত্তরা। এসিড নিক্ষেপ করার দায়ে একজন কে আটক করছে থানা পুলিশ। এসিডদগ্ধ মিলি (২০) এর পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৫ ফ্রেরুয়ারী শবেবরাত রাত আনুমানিক ৯ টায় নামাজ আদায় করে শুইয়ে ছিল, এসময় বাহির থেকে জানালা দিয়ে অন্তঃসত্ত্বা মিলির গায়ে কে কে-বা কাহারা এসিড নিক্ষেপ করে মিলির শরীর জলসে দেয়। তাকে তাৎক্ষণিক ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে নিয়ে ভর্তি করা হয়। মেয়ে এবং তার পরিবাবের তথ্যমতে প্রতিবেশী মানিকে পুলিশ আটক করে থানায় সোপর্দ করে। ঘটনার বিবরনে আরও জানা যায়, প্রতিবেশী মানিক বিকাশের ব্যবসা করতেন। তিনি এ মেয়েকে প্রায় সময়-ই উত্তপ্ত করতেন। এসিডদগ্ধ মিলির পরিবারের ধারনা বিকাশ ব্যবসায়ী মানিক মিয়ার দ্বারা এঘটনা ঘটেছে। মিলির বাবা আইয়ূব আলী বাদি হয়ে মামলা দায়ের করবেন বলে জানান মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদ হোসেন। তিনি বলেন বাদির তথ্য মতে আমরা একজনকে আটক করতে সক্ষম হয়েছি। মামলা পক্রিয়াধীন। এ ব্যাপারে ব্যবস্হা নিচ্ছেন বলে জানান ওসি শহীদ হোসেন।

Tag :

Please Share This Post in Your Social Media


মতলবে ৮ মাসের অন্তঃসত্ত্বা নারীকে এসিড নিক্ষেপ: আটক-১

Update Time : ০৪:৩২:১৯ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪

আল-আমিন ভূঁইয়া:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম সুজাতপুর প্রধান বাড়িতে ৮ মাসের অন্তঃসত্ত্বা মেয়েকে এসিড নিক্ষেপ করেছে দূরবৃত্তরা। এসিড নিক্ষেপ করার দায়ে একজন কে আটক করছে থানা পুলিশ। এসিডদগ্ধ মিলি (২০) এর পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৫ ফ্রেরুয়ারী শবেবরাত রাত আনুমানিক ৯ টায় নামাজ আদায় করে শুইয়ে ছিল, এসময় বাহির থেকে জানালা দিয়ে অন্তঃসত্ত্বা মিলির গায়ে কে কে-বা কাহারা এসিড নিক্ষেপ করে মিলির শরীর জলসে দেয়। তাকে তাৎক্ষণিক ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে নিয়ে ভর্তি করা হয়। মেয়ে এবং তার পরিবাবের তথ্যমতে প্রতিবেশী মানিকে পুলিশ আটক করে থানায় সোপর্দ করে। ঘটনার বিবরনে আরও জানা যায়, প্রতিবেশী মানিক বিকাশের ব্যবসা করতেন। তিনি এ মেয়েকে প্রায় সময়-ই উত্তপ্ত করতেন। এসিডদগ্ধ মিলির পরিবারের ধারনা বিকাশ ব্যবসায়ী মানিক মিয়ার দ্বারা এঘটনা ঘটেছে। মিলির বাবা আইয়ূব আলী বাদি হয়ে মামলা দায়ের করবেন বলে জানান মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদ হোসেন। তিনি বলেন বাদির তথ্য মতে আমরা একজনকে আটক করতে সক্ষম হয়েছি। মামলা পক্রিয়াধীন। এ ব্যাপারে ব্যবস্হা নিচ্ছেন বলে জানান ওসি শহীদ হোসেন।