ইবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
- Update Time : ০১:০৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪
- / 84
শাহিন রাজা, ইবি:
যথাযোগ্য মর্যাদায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার রাত ১২ টা ১ মিনিটে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এ সময় তার সাথে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান উপস্থিত ছিলেন।
পরে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, কর্মকর্তা-কর্মচারী সমিতি, শাপলা ফোরাম, বঙ্গবন্ধু পরিষদ (শিক্ষক ইউনিট), বিভাগ ও হলসমূহ, ছাত্রলীগসহ বিভিন্ন ছাত্র সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ শ্রদ্ধা নিবেদন করে। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন ও আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। এর আগে (২০ ফেব্রুয়ারি) রাত ১১টা ৪৫ মিনিটে উপাচার্য ও উপ-উপাচার্যের নেতৃত্বে প্রশাসন ভবনের সামনে থেকে একটি পদযাত্রা বের হয়। পদযাত্রাটি ক্যাম্পাস্থ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে সমবেত হয়।
এছাড়াও এদিন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিতকরন ও কালো পতাকা উত্তেলন করেন উপাচার্য ও উপ-উপাচার্য। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।