সীমান্তের ওপারে গোলাগুলি, ভেসে আসছে ধোঁয়ার কুণ্ডলী
- Update Time : ০৫:১৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪
- / 71
মিয়ানমারের সংঘাতময় রাখাইন রাজ্যে সরকারি সেনা ও বিদ্রোহীদের মধ্যে এখনও লড়াই চলছে। কক্সবাজারের টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে এর শব্দ শোনা যাচ্ছে। আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার হোয়াইক্যং সীমান্ত পয়েন্টের ওপার থেকে ধোঁয়ার কুণ্ডলী ভেসে আসতে দেখেছেন স্থানীয়রা।
হোয়াইক্যংয়ের স্থানীয় বাসিন্দা রাশেদুল হক বলেন, ‘ওপারে চলমান সংঘাত থেকে গুলির শব্দে গত দুই-তিন সপ্তাহে বাড়িতে ঠিকমতো ঘুমাতে পারি নাই। গত কয়েকদিন পরিস্থিতি শান্ত হলেও পুনরায় গত রাতে গুলির শব্দ শোনা গেছে।’
তিনি আরও জানান, সকাল থেকে হোয়াইক্যং বাজারের ব্রিজ থেকে রাখাইন সীমান্তবর্তী এলাকায় ধোঁয়ার কুণ্ডলী ভাসতে দেখা গেছে। তবে দিনের বেলায় গুলির শব্দ শোনা যায়নি।
টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী জানান, সীমান্তের ওপারে গুলির শব্দ শোনা গেছে। এর মধ্যেই আজ শনিবার সকালে হোয়াইক্যং ইউপির ২ নম্বর ওয়ার্ডের বাজারের ব্রিজ এলাকায় দাঁড়িয়ে ওপার থেকে ধোঁয়ার কুণ্ডলী ভেসে আসতে দেখা গেছে। এমন ঘটনায় সীমান্তের মানুষদের মাঝে ভয় ও আতঙ্ক বিরাজ করছে।
তিনি আরও বলেন, ‘তবে সীমান্ত এলাকায় আমাদের বিজিবির সদস্যরা খুবই সতর্ক অবস্থানে রয়েছে।’