কুমিল্লা টাউনহল মাঠে ৮দিন ব্যাপী বিসিক একুশে শিল্পমেলার উদ্বোধন
- Update Time : ০৯:২১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪
- / 68
সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা
কুমিল্লা টাউনহল মাঠে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) এর উদ্যোগে এবং জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতায় ৮ দিন ব্যাপী বিসিক একুশে শিল্পমেলা ২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
কুমিল্লা বিসিকের উদ্যোগে আয়োজিত এ মেলায় প্রসাধনসামগ্রী, খেলনা, খাবার দোকান ও জামা-কাপড়সহ বিভিন্ন পণ্যের ৬০ টি স্টল বসেছে।
বৃহস্পতিবার বিকেলে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার।
এতে বিশেষ অতিথর বক্তব্য রাখেন- জেলা অতিরিক্ত পুলিশ সুপার, (ক্রাইম এন্ড অপস্) খন্দকার আশফাকুজ্জামান, বিসিক উপমহাব্যবস্থাপক জি.এম রব্বানী তালুকদার।
উদ্যোক্তরা জানান, ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তা মেলার আয়োজন করা হওয়াতে আমরা উপকৃত। এ মেলার মাধ্যমে আমাদের কর্মসংস্থান হবে। ক্ষুদ্র শিল্প থেকে মাঝারি এবং বৃহৎ শিল্পের দিকে যাওয়ার জন্য আমাদের অঙ্গিকার। এতে সকলের দারিদ্র্য বিমোচন হবে।