মতলবে ভাইয়ের হাতে ভাই খুন, খুনী আটক

  • Update Time : ০৫:৩৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪
  • / 46

আল-আমিন ভূঁইয়া:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের দক্ষিণ লুধুয়া গ্রামের প্রধান বাড়িতে গাছ কাটাকে কেন্দ্র করে ভাই এর হাতে ভাই খুন। খুনী কে আটক করছেন মতলব উত্তর থানা পুলিশ। সরজমিনে জানা যায়, নিহত আলমগীর হোসেন, পিতাঃ মৃতঃ নুর হোসেন প্রধান গ্রাম দক্ষিণ লুধুয়া প্রধান বাড়ি। তিনি বাড়িতে থাকেননা। এলাকায় ওয়াজ মহফিল হবে এ সুবাদে আলমগীর হোসেন (৫৫) তিনি ২ ফ্রেরুয়ারী সকালে বাড়িতে এসে শ্রমিক নীয়ে তার নীজ ভাগের মেহগনি গাছের ডাল পালা কাটতে ছিল, এমতাবস্থায় তার ছোট ভাই শুকুর আলী (৫০) তিনি এসে তার বড় ভাই আলমগীর হোসেন এর উপর চড়াও হন, এ সময় দূজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হলে তাদের নীজ বাড়ির উঠানে ছোট ভাই শুকুর আলী প্রধান কাঠের লাঠি দিয়ে বড় ভাই আলমগীরের মাথায় সজোরে আঘাত করলে সাথে সাথে আলমগীর গুরুতর আহত হয়। স্থানীয়রা এসে আহত আলমগীর কে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মতলব উত্তর থানা পুলিশ সরজমিন পরিদর্শন করেন ও খুনী শুকুর আলী কে আটক করতে সক্ষম হন। থানা ভার প্রাপ্ত কর্মকর্তা সানোয়ার হোসেন খাঁন বলেন, খুনী শুকুর আলী কে আটক করতে সক্ষম হয়েছি, মামলার প্রস্তুতি চলছে, এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান থানা পুলিশ। এলাকা বাসি বলেন এটি একটি তুচ্ছ ঘটনা, এ ঘটনায় মার্ডার হতে পারেনা, এ ঘটনার তিব্র নিন্দা জানান ও খুনী শুকুর আলী কে বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানান এলাকা বাসি। আলমগীরের পরিবারে তারা ৬ ভাই, ২ বোন, ও মা রয়েছে। ৬ ভাই এর মধ্যে আলমগীরের ছোট ভাই শুকুর আলীর হাতে নিহত হলেন। তার বাবা মৃহ নুর হোসেন ও মাতাঃ আমেনা বেগম।

Tag :

Please Share This Post in Your Social Media


মতলবে ভাইয়ের হাতে ভাই খুন, খুনী আটক

Update Time : ০৫:৩৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪

আল-আমিন ভূঁইয়া:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের দক্ষিণ লুধুয়া গ্রামের প্রধান বাড়িতে গাছ কাটাকে কেন্দ্র করে ভাই এর হাতে ভাই খুন। খুনী কে আটক করছেন মতলব উত্তর থানা পুলিশ। সরজমিনে জানা যায়, নিহত আলমগীর হোসেন, পিতাঃ মৃতঃ নুর হোসেন প্রধান গ্রাম দক্ষিণ লুধুয়া প্রধান বাড়ি। তিনি বাড়িতে থাকেননা। এলাকায় ওয়াজ মহফিল হবে এ সুবাদে আলমগীর হোসেন (৫৫) তিনি ২ ফ্রেরুয়ারী সকালে বাড়িতে এসে শ্রমিক নীয়ে তার নীজ ভাগের মেহগনি গাছের ডাল পালা কাটতে ছিল, এমতাবস্থায় তার ছোট ভাই শুকুর আলী (৫০) তিনি এসে তার বড় ভাই আলমগীর হোসেন এর উপর চড়াও হন, এ সময় দূজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হলে তাদের নীজ বাড়ির উঠানে ছোট ভাই শুকুর আলী প্রধান কাঠের লাঠি দিয়ে বড় ভাই আলমগীরের মাথায় সজোরে আঘাত করলে সাথে সাথে আলমগীর গুরুতর আহত হয়। স্থানীয়রা এসে আহত আলমগীর কে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মতলব উত্তর থানা পুলিশ সরজমিন পরিদর্শন করেন ও খুনী শুকুর আলী কে আটক করতে সক্ষম হন। থানা ভার প্রাপ্ত কর্মকর্তা সানোয়ার হোসেন খাঁন বলেন, খুনী শুকুর আলী কে আটক করতে সক্ষম হয়েছি, মামলার প্রস্তুতি চলছে, এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান থানা পুলিশ। এলাকা বাসি বলেন এটি একটি তুচ্ছ ঘটনা, এ ঘটনায় মার্ডার হতে পারেনা, এ ঘটনার তিব্র নিন্দা জানান ও খুনী শুকুর আলী কে বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানান এলাকা বাসি। আলমগীরের পরিবারে তারা ৬ ভাই, ২ বোন, ও মা রয়েছে। ৬ ভাই এর মধ্যে আলমগীরের ছোট ভাই শুকুর আলীর হাতে নিহত হলেন। তার বাবা মৃহ নুর হোসেন ও মাতাঃ আমেনা বেগম।