কুবিতে ময়মনসিংহ ছাত্র কল্যাণ পরিষদের নবীন বরণ ও প্রবীণ বিদায়
- Update Time : ১০:১১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪
- / 65
কুবি প্রতিনিধিঃ
বৃহত্তর ময়মনসিংহ বিভাগ থেকে আগত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যায়নরত শিক্ষার্থীদের নিয়ে গঠিত “ময়মনসিংহ বিভাগীয় ছাত্র কল্যাণ পরিষদ” এর উদ্যেগে নবীন শিক্ষার্থীদের বরণ, প্রবীণ শিক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মোঃ জিয়াউল হক (উজ্জ্বল) এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বৃহত্তর ময়মনসিংহ কল্যাণ সমিতি কুমিল্লার সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান আলম, দপ্তর ও প্রচার সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম কুবির আইসিটি বিভাগের প্রভাষক আলিমুল রাজী।
অনুষ্ঠানে প্রত্নতত্ত্ব বিভাগের নবীন শিক্ষার্থী দেলোয়ার হোসেন নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, আমি এই দিনটির জন্য অপেক্ষা করছিলাম। আজ আমি আমার এলাকার মানুষদের একসাথে পেয়ে আমি অনেক আনন্দিত ও গর্বিত। আজ আমার মন ভরে গেছে সবার সাথে মিলিত হতে পেরে।
বিদায়ী শিক্ষার্থী গোলাম কিবরিয়া বলেন, আমাদের মূল উৎস ব্রহ্মপুত্রের শীতলতা ও প্রান্তিক দিক। নবীন শিক্ষার্থীদের ভালো কিছুর সাথে পরিচয় হতে হবে। আমাদের বাবা মায়ের লক্ষ্য হচ্ছে আমাদের সফল জায়গায় দেখা। তাই ভালো বন্ধুবান্ধব নির্বাচন করতে হবে যাতে আমার আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি।
ময়মনসিংহ কল্যাণ সমিতি কুমিল্লার দপ্তর ও প্রচার সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম বলেন, আমাদের যোগ্যভাবে গড়ে উঠতে হলে সেল্ফ ম্যানেজমেন্টে দক্ষ হতে হবে। আমাদের সবচেয়ে ভালো জায়গায় যেতে হবে। এলাকার ঐতিহ্য ও সংস্কৃতি আমাদের এগিয়ে রাখবে।
ময়মনসিংহ কল্যাণ সমিতি কুমিল্লার সাধারণ সম্পাদক মোঃ মুস্তাফিজুর রহমান আলম বলেন, আমি আশা করি ময়মনসিংহের নাম তোমরা উজ্জ্বল করবে। ময়মনসিংহের বিস্তৃত অনেক বড়। শেকড়ের টান আমরা কখনো ভুলতে পারবো না। তোমরা ভালো জায়গায় গেলে আমাদের দেখতে ভালো লাগবে। আমরা পরিচয় দিতে পারবো।
আইসিটি বিভাগের প্রভাষক আলিমুল রাজি বলেন,
আমাদের নিজেদের অস্তিত্বের জায়গা থেকে এক হওয়া উচিত। নাহয় আমাদের অস্তিত্ব থাকবে না। এক-শূন্যে যেমন দশ বানানো যায় তেমনি আমরা ধীরে ধীরে অনেক বড় হতে পারি। আমাদের সবার মুখের ভাষা এক। তাই আমরা সবাইকে নিয়ে মিলে মিশে থাকবো। তাহলে আমরা এরচেয়ে আরও বড় পরিসরে প্রোগ্রাম আয়োজন করতে পারবো। আমাদের ভালো জায়গায় যেতে হলে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। পত্রিকা পড়া ও এক্সট্রা কারিকুলার এক্টিভিটিতে দক্ষতা বাড়াতে হবে।