নওগাঁর রাণীনগরে টিসিবির পণ্য কেনায় ব্যবসায়ীকে জরিমানা
- Update Time : ০৬:৪০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪
- / 58
মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে টিসিবির কার্ডধারীদের কাছ থেকে চাল-ডাল কেনার অপরাধে আব্দুল কাইওম নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে এ জরিমানা করেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে তাবাসসুম।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে তাবাসসুম জানান, বৃহস্পতিবার সকাল থেকে সদর ইউনিয়নের টিসিবির কার্ডধারী ব্যক্তিদের মাঝে টিসিবির পণ্য বিক্রয় করা হচ্ছিল। এ সময় সদর ইউনিয়ন পরিষদের সামনে রাস্তার পাশে বসে ব্যবসায়ী আব্দুল কাইওমসহ কয়েকজন ব্যবসায়ী কার্ডধারীদের কাছ থেকে বিক্রয় নিষিদ্ধ চাল-ডাল জোরপূর্বক কিনছিলেন। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করি। ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে কাইওমের ব্যবসায়ীক পার্টনাররা পালিয়ে যায়। আর ১০০ কেজি চাল ও ৪ কেজি ডালসহ ব্যবসায়ী কাইওমকে হাতেনাতে আটক করা হয়। এ সময় টিসিবির পণ্য কেনার অপরাধে ব্যবসায়ী কাইওমকে ৫ হাজার টাকা জরিমানা করাসহ চাল-ডাল জব্দ করা হয়েছে।