আলী রীয়াজ গবেষণা ট্রাস্ট ফান্ড অ্যাওয়ার্ড লাভ ৩ ঢাবি শিক্ষার্থীর
- Update Time : ০৩:৩৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪
- / 91
জাননাহ, ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৩ জন মেধাবী শিক্ষার্থীকে ‘আলী রীয়াজ স্নাতকোত্তর গবেষণা ট্রাস্ট ফান্ড’ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন।
অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন ২০২০-২১ শিক্ষাবর্ষের এমএসএস শিক্ষার্থী তামারা ইয়াসমীন তমা এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের এমএসএস শিক্ষার্থী মো. নাসিমুল হুদা এবং অর্থী নবনীতা।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মদের
সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত থেকে বক্তব্য প্রদান করেন ট্রাস্ট ফান্ডের দাতা যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির স্বনামধন্য প্রফেসর ড. আলী রীয়াজ ।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত থেকে এই বৃত্তি প্রদান
করায় প্রশাসনের পক্ষ থেকে ট্রাস্ট ফান্ডের দাতা অধ্যাপক ড. আলী রীয়াজকে আন্তরিক ধন্যবাদ জানান।
গবেষণায় অ্যাওয়ার্ডপ্রাপ্তদের আন্তরিক অভিনন্দন জানিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় মূলত গবেষণার জায়গা। এই ধরনের গবেষণা বর্তমান সময়ে প্রাসঙ্গিক। এই বৃত্তির মধ্য দিয়ে শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি গবেষণা কাজে আরও উৎসাহিত হবে।
জুনিয়রদের গবেষণায় উৎসাহিত হওয়ার পরামর্শ দেয়ার জন্য গবেষকদের প্রতি আহ্বান জানিয়ে উপাচার্য আরও বলেন, কমপক্ষে ৩০ শতাংশ শিক্ষার্থী এমএসএস পর্যায়ে যেন গবেষণায় সুযোগ পায় সে লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাজ করছে।
উল্লেখ্য, মো. নাসিমুল হুদা দৈনিক বাংলাদেশ প্রতিদিন – এর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) যুগ্ম-সাধারণ সম্পাদক।