নওগাঁর রাণীনগরে গ্রামপুলিশকে পুরস্কৃত করলেন ওসি
- Update Time : ০৬:৩৪:২১ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪
- / 85
মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে আইনের প্রতি শ্রদ্ধা রেখে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ছেলেকে থানা পুলিশের হাতে তুলে দেওয়ায় এক গ্রামপুলিশকে পুরস্কৃত করা হয়েছে। সোমবার দুপুরে রাণীনগর থানা প্রাঙ্গনে গ্রামপুলিশদের সাপ্তাহিক প্যারেডে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের গ্রামপুলিশ আবু হানিফকে আইনের প্রতি শ্রদ্ধা রাখায় তার হাতে ১ হাজার টাকা তুলে দিয়ে পুরস্কৃত করেন রাণীনগর থানার ওসি আবু ওবায়েদ।
ওসি জানান, বৃহস্পতিবার রাতে রাণীনগর থানা পুলিশ সাজাপ্রাপ্ত ওয়ারেন্টমূলে করজগ্রামে গ্রামপুলিশ হানিফের ছেলে আনোয়ার হোসেনকে গ্রেফতার করতে যান। তখন গ্রামপুলিশ হানিফ জানতে পারেন তার ছেলে আনোয়ার সাজাপ্রাপ্ত আসামি। এ সময় আইনের প্রতি শ্রদ্ধা রেখে সাজাপ্রাপ্ত আসামি ছেলে আনোয়ারকে পুলিশের হাতে তুলে দেন হানিফ। এ জন্য তাকে পুরস্কৃত করা হয়েছে।
এদিন প্যারেডের সময় পারইল ইউনিয়নের অবসরপ্রাপ্ত গ্রামপুলিশ মানিক চন্দ্র রবিদাস ও বিমল চন্দ্রকে এক হাজার টাকা করে দেওয়া হয়। এছাড়া বড়গাছা ইউনিয়নের মৃত গ্রামপুলিশ সুলতান শেখের স্ত্রী ডলি বিবির হাতে ৫ হাজার টাকা তুলে দেওয়া হয়।