তিতাস-দাউদকান্দিকে চাঁদামুক্ত এলাকা হিসেবে ঘোষণা করলেন এমপি আব্দুস সবুর

  • Update Time : ০৬:০৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪
  • / 66

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা:

কুমিল্লার দাউদকান্দি-তিতাসে সিএনজি, অটোরিকশাসহ সরকারি ইজারাবিহীন নানা এলাকা থেকে অবৈধ উপায়ে বিভিন্ন যানবাহন থেকে সকল প্রকার চাঁদাবাজি বন্ধ করার ঘোষণা দিয়েছেন কুমিল্লা – ১ আসনস্থ দাউদকান্দি উপজেলা থেকে নবনির্বাচিত এমপি ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর।

বৃহস্পতিবার দুপুরে দাউদকান্দি উপজেলা পরিষদের হল রুমে করা মাসিক আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে তিনি স্থানীয় প্রশাসনকে এই ঘোষণা ও নির্দেশ দেন। নবাগত এমপি ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, সরকারি ইজারাবিহীন এলাকা থেকে সকল প্রকার সিএনজি, অটোরিকশাসহ নানা যানবাহন থেকে অবৈধ উপায়ে কোন ধরনের চাঁদাবাজি করতে দেওয়া হবে না। যারা এসব অবৈধ কাজে জড়িত থাকবে, দল-মত-নির্বিশেষে তাদের সকলের বিরুদ্ধেই জিরো টলারেন্স দেখিয়ে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য তিনি দাউদকান্দির স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন। এসময় দাউদকান্দি উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা সভায় উপস্থিত সকলেই নবাগত এমপি ইঞ্জিনিয়ার আব্দুস সবুরকে (অবৈধ চাঁদা উত্তোলনের বিরুদ্ধে) তার কঠোর অবস্থান ঘোষণায় তাকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলার চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা আরাফাতুল আলম, সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তৌহিদ আল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা নিগার সুলতানা, মডেল থানার ওসি মোজাম্মেল হক, হাইওয়ে থানার ওসি শাহিনূর ইসলাম ও কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার।

Tag :

Please Share This Post in Your Social Media


তিতাস-দাউদকান্দিকে চাঁদামুক্ত এলাকা হিসেবে ঘোষণা করলেন এমপি আব্দুস সবুর

Update Time : ০৬:০৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা:

কুমিল্লার দাউদকান্দি-তিতাসে সিএনজি, অটোরিকশাসহ সরকারি ইজারাবিহীন নানা এলাকা থেকে অবৈধ উপায়ে বিভিন্ন যানবাহন থেকে সকল প্রকার চাঁদাবাজি বন্ধ করার ঘোষণা দিয়েছেন কুমিল্লা – ১ আসনস্থ দাউদকান্দি উপজেলা থেকে নবনির্বাচিত এমপি ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর।

বৃহস্পতিবার দুপুরে দাউদকান্দি উপজেলা পরিষদের হল রুমে করা মাসিক আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে তিনি স্থানীয় প্রশাসনকে এই ঘোষণা ও নির্দেশ দেন। নবাগত এমপি ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, সরকারি ইজারাবিহীন এলাকা থেকে সকল প্রকার সিএনজি, অটোরিকশাসহ নানা যানবাহন থেকে অবৈধ উপায়ে কোন ধরনের চাঁদাবাজি করতে দেওয়া হবে না। যারা এসব অবৈধ কাজে জড়িত থাকবে, দল-মত-নির্বিশেষে তাদের সকলের বিরুদ্ধেই জিরো টলারেন্স দেখিয়ে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য তিনি দাউদকান্দির স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন। এসময় দাউদকান্দি উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা সভায় উপস্থিত সকলেই নবাগত এমপি ইঞ্জিনিয়ার আব্দুস সবুরকে (অবৈধ চাঁদা উত্তোলনের বিরুদ্ধে) তার কঠোর অবস্থান ঘোষণায় তাকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলার চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা আরাফাতুল আলম, সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তৌহিদ আল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা নিগার সুলতানা, মডেল থানার ওসি মোজাম্মেল হক, হাইওয়ে থানার ওসি শাহিনূর ইসলাম ও কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার।