খুরুশকুলে শুরু হচ্ছে ৫দিন ব্যাপী ঐতিহ্যবাহী মহোৎসব

  • Update Time : ০৬:৩১:২৩ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪
  • / 60

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার সদরের খুরুশকুল উত্তর হিন্দু পাড়া সার্বজনীন মহোৎসব উদযাপন পরিষদের উদ্যোগে, সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দির প্রাঙ্গনে কাল থেকে শুরু হচ্ছে ৩৭তম ঐতিহ্যবাহী ৫ দিন ব্যাপী মহোৎসব।

আগামীকাল (২১জানুয়ারী), সকালে পবিত্র গীতাপাঠ প্রতিযোগিতার মধ্যে দিয়ে ২৫জানুয়ারি বৈষ্ণব বিদায়ের মাধ্যমে মহতী নানাবিধ মাঙ্গলিক অনুষ্ঠান সমাপ্তি হওয়ার কথা রয়েছে।

অনুষ্ঠান সূচির মধ্যে যা থাকছে,
২১জানুয়ারি, রবিবার পবিত্র গীতাপাঠ প্রতিযোগিতা, মনোজ্ঞ সাস্কৃতিক অনুষ্ঠান, গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও মহতী ধর্মসভা। উক্ত অনুষ্ঠানে সার্বজনীন শ্রীশ্রী মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি ডাঃ শ্রী পরিতোষ দত্ত এর সভাপতিত্বে,
মঙ্গল প্রদীপ প্রজ্বলন করবেন- শ্রী পলাশ কান্তি দে, ব্যবস্থাপনা পরিচালক, বনজৌর রেস্টুরেন্ট, জিইসি মোড়, চট্টগ্রাম। শুভ উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন- শ্রী অজয় দে (সাধু) বিশিষ্ট সমাজসেবক, উত্তর হিন্দু পাড়া, খুরুশকুল, কক্সবাজার।
প্রধান ধর্মীয় আলোচক হিসাবে উপস্থিত থাকবেন শ্রীল পাদ চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী, চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক ইসকন ও অধ্যক্ষ শ্রী শ্রী পুণ্ডরীকধাম, চট্টগ্রাম। ধর্মীয় আলোচক হিসাবে আরো উপস্থিত থাকবেন- শ্রীল রাধা গোবিন্দ দাস ব্রহ্মচারী অধ্যক্ষ, রাধা দামোদর মন্দির (ইসকন), কক্সবাজার।
অধ্যক্ষ শ্রী অজিত কুমার দাশ বিশিষ্ট ভাগবতীয় বক্তা, উখিয়া ডিগ্রী কলেজ, কক্সবাজার। অধ্যাপক শ্রী আশীষ চক্রবর্তী বিশিষ্ট জাগবর্তীয় বক্তা, মহেশখালী ডিগ্রী কলেজ, কক্সবাজার।
এই ছাড়াও মহতী ধর্মসভায় রাষ্ট্রীয় ও দেশবরেণ্য সমাজ সংস্কারকবৃন্দ ও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

২২ জানুয়ারি (সোমবার) হরিনাম মহানামযজ্ঞের অধিবাস শুভারম্ভ। ২৩ ও ২৪ জানুয়ারি (মঙ্গল ও বুধবার) ব্রাহ্মমুহুর্তেঃ হরিনাম মহানামযজ্ঞের শুভারম্ভ ও অহোরাত্র তারকব্রহ্ম মহানামযজ্ঞ।

নামসুধা পরিবেশন করবেন দেশের বিখ্যাত কীত্তর্নীয়া দল- শ্রী প্রভু প্রিয়া সম্প্রদায়- গোপালগঞ্জ। শ্রী কানুগোপাল সম্প্রদায়- পটুয়াখালী। শ্রী দিপুশ্রী সম্প্রদায়- গোপালগঞ্জ। শ্রী ভবাপাগলা সম্প্রদায়- সাতক্ষীরা ও শ্রী প্রভু নিত্যানন্দ সম্প্রদায়- ভোলা।

২৫ জানুয়ারি (বৃহস্পতিবার) উষালগ্নে: নামকীর্তন সহকারে নগর পরিক্রমা সমপনান্তে মহানামযজ্ঞের পূর্ণাহুতি ও বৈষ্ণব বিদায়।

উক্ত মহতী মাঙ্গলিক অনুষ্ঠানের প্রতিটি পর্বে ভক্তবৃন্দের উপস্থিতি কামনা করছে শ্রী মহোৎসব উদযাপন পরিষদ -২৪ এর নেতৃবৃন্দ।

Tag :

Please Share This Post in Your Social Media


খুরুশকুলে শুরু হচ্ছে ৫দিন ব্যাপী ঐতিহ্যবাহী মহোৎসব

Update Time : ০৬:৩১:২৩ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার সদরের খুরুশকুল উত্তর হিন্দু পাড়া সার্বজনীন মহোৎসব উদযাপন পরিষদের উদ্যোগে, সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দির প্রাঙ্গনে কাল থেকে শুরু হচ্ছে ৩৭তম ঐতিহ্যবাহী ৫ দিন ব্যাপী মহোৎসব।

আগামীকাল (২১জানুয়ারী), সকালে পবিত্র গীতাপাঠ প্রতিযোগিতার মধ্যে দিয়ে ২৫জানুয়ারি বৈষ্ণব বিদায়ের মাধ্যমে মহতী নানাবিধ মাঙ্গলিক অনুষ্ঠান সমাপ্তি হওয়ার কথা রয়েছে।

অনুষ্ঠান সূচির মধ্যে যা থাকছে,
২১জানুয়ারি, রবিবার পবিত্র গীতাপাঠ প্রতিযোগিতা, মনোজ্ঞ সাস্কৃতিক অনুষ্ঠান, গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও মহতী ধর্মসভা। উক্ত অনুষ্ঠানে সার্বজনীন শ্রীশ্রী মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি ডাঃ শ্রী পরিতোষ দত্ত এর সভাপতিত্বে,
মঙ্গল প্রদীপ প্রজ্বলন করবেন- শ্রী পলাশ কান্তি দে, ব্যবস্থাপনা পরিচালক, বনজৌর রেস্টুরেন্ট, জিইসি মোড়, চট্টগ্রাম। শুভ উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন- শ্রী অজয় দে (সাধু) বিশিষ্ট সমাজসেবক, উত্তর হিন্দু পাড়া, খুরুশকুল, কক্সবাজার।
প্রধান ধর্মীয় আলোচক হিসাবে উপস্থিত থাকবেন শ্রীল পাদ চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী, চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক ইসকন ও অধ্যক্ষ শ্রী শ্রী পুণ্ডরীকধাম, চট্টগ্রাম। ধর্মীয় আলোচক হিসাবে আরো উপস্থিত থাকবেন- শ্রীল রাধা গোবিন্দ দাস ব্রহ্মচারী অধ্যক্ষ, রাধা দামোদর মন্দির (ইসকন), কক্সবাজার।
অধ্যক্ষ শ্রী অজিত কুমার দাশ বিশিষ্ট ভাগবতীয় বক্তা, উখিয়া ডিগ্রী কলেজ, কক্সবাজার। অধ্যাপক শ্রী আশীষ চক্রবর্তী বিশিষ্ট জাগবর্তীয় বক্তা, মহেশখালী ডিগ্রী কলেজ, কক্সবাজার।
এই ছাড়াও মহতী ধর্মসভায় রাষ্ট্রীয় ও দেশবরেণ্য সমাজ সংস্কারকবৃন্দ ও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

২২ জানুয়ারি (সোমবার) হরিনাম মহানামযজ্ঞের অধিবাস শুভারম্ভ। ২৩ ও ২৪ জানুয়ারি (মঙ্গল ও বুধবার) ব্রাহ্মমুহুর্তেঃ হরিনাম মহানামযজ্ঞের শুভারম্ভ ও অহোরাত্র তারকব্রহ্ম মহানামযজ্ঞ।

নামসুধা পরিবেশন করবেন দেশের বিখ্যাত কীত্তর্নীয়া দল- শ্রী প্রভু প্রিয়া সম্প্রদায়- গোপালগঞ্জ। শ্রী কানুগোপাল সম্প্রদায়- পটুয়াখালী। শ্রী দিপুশ্রী সম্প্রদায়- গোপালগঞ্জ। শ্রী ভবাপাগলা সম্প্রদায়- সাতক্ষীরা ও শ্রী প্রভু নিত্যানন্দ সম্প্রদায়- ভোলা।

২৫ জানুয়ারি (বৃহস্পতিবার) উষালগ্নে: নামকীর্তন সহকারে নগর পরিক্রমা সমপনান্তে মহানামযজ্ঞের পূর্ণাহুতি ও বৈষ্ণব বিদায়।

উক্ত মহতী মাঙ্গলিক অনুষ্ঠানের প্রতিটি পর্বে ভক্তবৃন্দের উপস্থিতি কামনা করছে শ্রী মহোৎসব উদযাপন পরিষদ -২৪ এর নেতৃবৃন্দ।