পাটুরিয়া ঘাটে যাত্রীসহ ফেরি ডুবি

  • Update Time : ১১:০৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪
  • / 69

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যাত্রী ও যানবাহন নিয়ে রজনীগন্ধা নামে একটি ফেরি ডুবে গেছে। বাল্কহেডের ধাক্কায় এই দুর্ঘটনাটি ঘটে। কিছু যাত্রীকে উদ্ধার করা হয়েছে, এখনও নিখোঁজ অনেক যাত্রী ।

বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে পদ্মায় আস্তে আস্তে ফেরিটি ডুবে যেতে থাকে। এসময় ফেরিতে থাকা যাত্রীদের চিৎকার শোনা যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।

দুর্ঘটনার পর ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ আছেন ফেরিটিতে থাকা অনেক যাত্রী। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ৫ নম্বর ঘাট এলাকার কাছাকাছি রজনীগন্ধা নামের ফেরি ডুবে যায়। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

এসময় ফেরিতে ৯টি যানবাহন ছিল বলে জানা গেছে। এসব যানবাহনের সাথে শতাধিক যাত্রীসহ ডুবে যায় ফেরিটি।
তাদের উদ্ধারে নৌপুলিশ, ফায়ার সার্ভিসে সাথে কাজ শুরু করেছে স্থানীয়রা।

উদ্ধার কাজে অংশ নেয়া এক ফায়ার সার্ভিস কর্মী জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে নবগ্রাম ইউনিট থেকে আমরা দ্রুত এসে কাজ শুরু করেছি। কয়েকজনকে উদ্ধারও করা হয়েছে। ডুবে যাওয়া ফেরিতে থাকা বেশ কয়েকটি ট্রাক ভেসে যেতে দেখেছি।

মানিকগঞ্জ ও ঢাকার সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে ডুবুরি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে যাত্রা করেছে বলে জানিয়েছেন আরিচা ফায়ার স্টেশনের ডিউটি অফিসার সৈয়দ আশরাফুর রহমান।

এদিকে সারেংয়ের একজন সহকারি এখনও নিখোঁজ আছে বলে মানিকগঞ্জ ফায়ার জোনের উপসহকারি আব্দুল হামিদ জানিয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media


পাটুরিয়া ঘাটে যাত্রীসহ ফেরি ডুবি

Update Time : ১১:০৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যাত্রী ও যানবাহন নিয়ে রজনীগন্ধা নামে একটি ফেরি ডুবে গেছে। বাল্কহেডের ধাক্কায় এই দুর্ঘটনাটি ঘটে। কিছু যাত্রীকে উদ্ধার করা হয়েছে, এখনও নিখোঁজ অনেক যাত্রী ।

বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে পদ্মায় আস্তে আস্তে ফেরিটি ডুবে যেতে থাকে। এসময় ফেরিতে থাকা যাত্রীদের চিৎকার শোনা যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।

দুর্ঘটনার পর ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ আছেন ফেরিটিতে থাকা অনেক যাত্রী। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ৫ নম্বর ঘাট এলাকার কাছাকাছি রজনীগন্ধা নামের ফেরি ডুবে যায়। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

এসময় ফেরিতে ৯টি যানবাহন ছিল বলে জানা গেছে। এসব যানবাহনের সাথে শতাধিক যাত্রীসহ ডুবে যায় ফেরিটি।
তাদের উদ্ধারে নৌপুলিশ, ফায়ার সার্ভিসে সাথে কাজ শুরু করেছে স্থানীয়রা।

উদ্ধার কাজে অংশ নেয়া এক ফায়ার সার্ভিস কর্মী জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে নবগ্রাম ইউনিট থেকে আমরা দ্রুত এসে কাজ শুরু করেছি। কয়েকজনকে উদ্ধারও করা হয়েছে। ডুবে যাওয়া ফেরিতে থাকা বেশ কয়েকটি ট্রাক ভেসে যেতে দেখেছি।

মানিকগঞ্জ ও ঢাকার সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে ডুবুরি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে যাত্রা করেছে বলে জানিয়েছেন আরিচা ফায়ার স্টেশনের ডিউটি অফিসার সৈয়দ আশরাফুর রহমান।

এদিকে সারেংয়ের একজন সহকারি এখনও নিখোঁজ আছে বলে মানিকগঞ্জ ফায়ার জোনের উপসহকারি আব্দুল হামিদ জানিয়েছেন।