নির্বাচনী এলাকায় ভয়ভীতি ও নাশকতাকালে পিস্তলসহ আটক ১

  • Update Time : ০৫:১১:০৮ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪
  • / 147

সোহাইবুল ইসলাম সোহাগ।।

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ভয়ভীতি ও নাশকতামূলক কাজ জড়াতে যাওয়ার আগেই কুমিলা বিজিবি-১০ একজনকে পিস্তলসহ আটক করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধিনায়ক মোহাম্মদ নজরুল ইসলাম।

শনিবার কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের শাহপুর এলাকা থেকে অস্ত্র গোলাবারুদসহ ১ জনকে আটক করেছে বিজিবি-১০।

জানা যায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় ১০ বিজিবি’র একটি টহল দল সীমান্তবর্তী শাহাপুর এলাকায় বিশেষ একটি অভিযান পরিচালনা করে। একটি বিদেশী পিস্তল, একটি খালি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ একজনকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি কুমিল্লা কোতয়ালীর জগন্নাথপুর ইউনিয়নের বিবিরবাজার এলাকার শাহাপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে মোঃ জহির উদ্দিন (৪৫)।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধিনায়ক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, শাহাপুর এলাকা থেকে তাকে আটক করার পর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়। সে দ্বাদশ সংসদ নির্বাচনে বানচাল ও নাশকতা করার জন্য পরিকল্পনা করতে চেয়েছিল।

Tag :

Please Share This Post in Your Social Media


নির্বাচনী এলাকায় ভয়ভীতি ও নাশকতাকালে পিস্তলসহ আটক ১

Update Time : ০৫:১১:০৮ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪

সোহাইবুল ইসলাম সোহাগ।।

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ভয়ভীতি ও নাশকতামূলক কাজ জড়াতে যাওয়ার আগেই কুমিলা বিজিবি-১০ একজনকে পিস্তলসহ আটক করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধিনায়ক মোহাম্মদ নজরুল ইসলাম।

শনিবার কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের শাহপুর এলাকা থেকে অস্ত্র গোলাবারুদসহ ১ জনকে আটক করেছে বিজিবি-১০।

জানা যায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় ১০ বিজিবি’র একটি টহল দল সীমান্তবর্তী শাহাপুর এলাকায় বিশেষ একটি অভিযান পরিচালনা করে। একটি বিদেশী পিস্তল, একটি খালি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ একজনকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি কুমিল্লা কোতয়ালীর জগন্নাথপুর ইউনিয়নের বিবিরবাজার এলাকার শাহাপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে মোঃ জহির উদ্দিন (৪৫)।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধিনায়ক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, শাহাপুর এলাকা থেকে তাকে আটক করার পর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়। সে দ্বাদশ সংসদ নির্বাচনে বানচাল ও নাশকতা করার জন্য পরিকল্পনা করতে চেয়েছিল।