চৌহালীতে ঈগলের পক্ষে মাঠে নেমেছেন শিল্পপতি নজরুল ইসলাম মন্ডল
- Update Time : ১২:২১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪
- / 532
মোঃ ইমরুল হাসান চৌহালী প্রতিনিধিঃ
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার-প্রচারণায় এগিয়ে আছে স্বতন্ত্র এমপি প্রার্থী সাবেক মন্ত্রী ও জেলা পরিষদে চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস।
সিরাজগঞ্জ-৫ আসন চৌহালী, বেলকুচি ও এনায়েতপুর নিয়ে গঠিত।
ইতিমধ্যেই চৌহালীতে ঈগলের পক্ষে মাঠে নেমেছেন বিশিষ্ট শিল্পপতি(ওয়াটা কেমিক্যাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক) নজরুল ইসলাম মন্ডল ও আওয়ামীলীগের বড় একটা অংশ।
এতে চৌহালীতে নৌকা ডুবতে পারে বলে ধারনা করছে সাধারণ ভোটারা।
চৌহালীতে যে কোন দূর্যোগের সময় জনগণের পাশে থেকেছে নজরুল ইসলাম মন্ডল।
শুধু তাই নয় তিনি উমারপুর ইউনিয়নে প্রায় দুইশত অসহায় পরিবারকে নিজ অর্থায়নে গড়ে দিয়েছে জমিসহ ঘর।
তা ছাড়াও হতদরিদ্র পরিবারের মেয়েদের বিবাহ ও চিকিৎসা করান বিনামূল্যে।
তাছাড়াও চৌহালী উপজেলার সকল ইউনিয়নে রয়েছে নজরুল ইসলাম মন্ডলের নিয়ন্ত্রণ।
এতে ঈগলের ধাক্কা সামলাতে পারবে না নৌকা।এ ছাড়া গত দুটি নির্বাচনে এ আসনে কেউ তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতাও করতে পারেননি। এবারের পরিস্থিতিও অন্য রকমই আভাস দিচ্ছে।যমুনার বুকে নৌকার জন্য অবশিষ্ট কিছু থাকবে কি না তা নিয়ে দুশ্চিন্তায় দলের নেতাকর্মীদের অনেকেই। প্রতিপক্ষরা বলছেন, এবার আর অটো পাশ হওয়ার কোনো সুযোগই নেই।
নৌকার ধরার বিপরীতে ঈগলের এ জয়গানও যে এবার অন্যরকম। ভোটের মাঠের চিত্র বলছে নিজের দলের স্বতন্ত্র প্রার্থীদের চ্যালেঞ্জের মুখে পড়েছেন ক্ষমতাসীন দলটির প্রার্থী। এর কারণ হিসাবে সাধারণ জনগন দেখছে, গত দশ বছরে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও তার বাবা প্রয়াত সাংসদ আলহাজ্ব মজিদ মন্ডলের উন্নয়নের ছোঁয়া পরেনি চৌহালী-বেলকুচিতে।
তাছাড়া দলীয় নেতা-কর্মীদের অবমূল্যায়ন করার কারণেই এবার ঈগল থাপায় নৌকা তছনছ হতে পারে।
এ বিষয়ে বিশিষ্ট শিল্পপতি নজরুল ইসলাম মন্ডল বলেন, আমাদের নেত্রী বলেছেন, এবার নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতামূলক ,সুষ্ঠু ও গ্রহনযোগ্য একটা নির্বাচন।
এই চ্যালেঞ্জ আমাদের নেত্রী শেখ হাসিনা নিয়েছেন। তাছাড়া নেত্রী বলেছেন, আমার দলের যে কোন নেতা যে কারও পক্ষে কাজ করতে পারেন।
তিনি আরো বলেন, লতিফ ভাই(ঈগল প্রতীকের প্রার্থী) মন্ত্রী থাকাকালীন সময়ে চৌহালীতে ব্যাপক উন্নয়ন হয়েছে। কিন্তু গত দশ বছরে বাপ -বেটার আমলে আমরা আমাদের মানচিত্র হারাতে বসেছি। তাই আমাদের মানচিত্র রক্ষার্থে আমরা লতিফ ভাই বেছে নিয়েছি। আগামী ৭ তারিখে ঈগল পাখি মার্কায় ভোট দিয়ে লতিফ ভাইকে আমরা বিজয়ী করবো, ইনশাআল্লাহ।
ঢাকা( মঃউঃ) মৎস্যজীবীলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহ মোঃ সেলিম রেজা বলেন, জননেত্রীর শাসন আমলে বাংলাদেশ যেখানে উন্নয়নের মহাসড়কে! সেখানে বর্তমান সংসদ সদস্য ও প্রায়ত সাংসদ আলহাজ্ব মজিদ মন্ডল গত দশ বছরে বাপ-বেটার আমলে আমাদের উপজেলা যমুনা নদীগর্ভে বিলীন হয়েছে! হয়নি কোন রাস্তাঘাট। আমাদের উপজেলার সরকারী স্থাপনাগুলো নদীর পশ্চিম পাড় নিতে যড়যন্ত্র করছে সংসদ সদস্য আবদুল মমিন মন্ডল । যা আমরা কখনোই মেনে নিবো না।
তাই আমরা চৌহালীবাসী ঐক্যবদ্ধ হয়েছি। আগামী ৭ই জানুয়ারি ঈগল পাখি মার্কায় ভোট দিয়ে উন্নয়ন বঞ্চিত চৌহালী উপজেলাকে রক্ষা করবো, ইনশাআল্লাহ।
অপরদিকে বেলকুচিতে কোন ঘাটেই ভিড়াতে পারছে না নৌকা। গতকাল আলহাজ্ব ছিদ্দিক উচ্চ বিদ্যালয়ে ঈগল পাখি মার্কার জনসভা রুপ নেয় মহাসমাবেশর। ইতিহাসে বেলকুচিতে এতো বড় সমাবেশ কেউ দেখেনি।
এতে ঈগলের ধারের কাছে আসার সম্ভাবনা নেই নৌকার।
আওয়ামীলীগ নেতৃবৃন্দ বলছেন, আমরা আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস কে ঈগল পাখি মার্কায় দিয়ে জয়যুক্ত করে, জননেত্রী শেখ হাসিনা কে এই আসনটি উপহার দিবো, আমরা তৃণমূল আওয়ামীলীগ ও সাধারণ ভোটাররা।