টসে জিতে কিউইদের ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ

  • Update Time : ১২:৩০:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩
  • / 102

স্পোর্টস ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

কিউইদের বিপক্ষে তাদের দেশে আগে কখনও এমন সুযোগ তৈরি করতে পারেনি বাংলাদেশ। এবার সেই সম্ভাবনার সামনে দাঁড়িয়ে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল। নেপিয়ারে সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে গেছে তারা। মাউন্ট মঙ্গানুইয়ে বাকি দুই ম্যাচের একটি জিতলেই সিরিজ নিজেদের করে নেবে সফরকারীরা। সেই অভিযানে আজকে মাঠে নেমেছে বাংলাদেশ বলে জানিয়েছে টাইগার অধিনায়ক।

এদিকে আজকের ম্যাচে চোটের কারণে লিটন দাসকে ছাড়াই মাঠে নামছে টাইগাররা। নেপিয়ারে প্রথম ম্যাচে ৪২ রানের অপরাজিত ইনিংস খেলার পথে চোট পান কিপার-ব্যাটসম্যান। শেষ দিকে খুঁড়িয়ে খুঁড়িয়ে রান নিতে দেখা যায় তাকে। ম্যাচ শেষে স্ক্যান করা হলে তার ডান হ্যামস্ট্রিংয়ে সমস্যা ধরা পড়ে। আপাতত পুনর্বাসন প্রক্রিয়া শুরু করা হয়েছে তার।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), রনি তালুকদার, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, ও রিশাদ হোসেন।

নিউজিল্যান্ড একাদশ: মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, বেন সিয়ার্স, টিম সেইফার্ট, ইশ সোধি ও টিম সাউদি।

Tag :

Please Share This Post in Your Social Media


টসে জিতে কিউইদের ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ

Update Time : ১২:৩০:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

কিউইদের বিপক্ষে তাদের দেশে আগে কখনও এমন সুযোগ তৈরি করতে পারেনি বাংলাদেশ। এবার সেই সম্ভাবনার সামনে দাঁড়িয়ে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল। নেপিয়ারে সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে গেছে তারা। মাউন্ট মঙ্গানুইয়ে বাকি দুই ম্যাচের একটি জিতলেই সিরিজ নিজেদের করে নেবে সফরকারীরা। সেই অভিযানে আজকে মাঠে নেমেছে বাংলাদেশ বলে জানিয়েছে টাইগার অধিনায়ক।

এদিকে আজকের ম্যাচে চোটের কারণে লিটন দাসকে ছাড়াই মাঠে নামছে টাইগাররা। নেপিয়ারে প্রথম ম্যাচে ৪২ রানের অপরাজিত ইনিংস খেলার পথে চোট পান কিপার-ব্যাটসম্যান। শেষ দিকে খুঁড়িয়ে খুঁড়িয়ে রান নিতে দেখা যায় তাকে। ম্যাচ শেষে স্ক্যান করা হলে তার ডান হ্যামস্ট্রিংয়ে সমস্যা ধরা পড়ে। আপাতত পুনর্বাসন প্রক্রিয়া শুরু করা হয়েছে তার।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), রনি তালুকদার, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, ও রিশাদ হোসেন।

নিউজিল্যান্ড একাদশ: মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, বেন সিয়ার্স, টিম সেইফার্ট, ইশ সোধি ও টিম সাউদি।