ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ১৩৪

  • Update Time : ০৭:৪৫:১২ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
  • / 101

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি ঢাকার বাইরের বাসিন্দা। একই সময় আক্রান্ত হয়েছেন আরও ১৩৪ জন।

বুধবার (২৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৯ হাজার ৮৯৯ জন, আর ঢাকার বাইরের ২ লাখ ১০ হাজার ৯৩৬ জন।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা সিটিতে ২৮ জন এবং ঢাকার বাইরের ১০৬ জন রয়েছে।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯০২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবশেষ ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২১৪ জন। এদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫৫ জন এবং ঢাকার বাইরের ১৫৯ জন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩ লাখ ১৮ হাজার ২৩৪ জন। এদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৯ হাজার ৮৯৯ জন এবং ঢাকার বাইরের ২ লাখ ১০ হাজার ৯৩৬ জন।

২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ২৭ জনের মৃত্যু হয়। একই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন। ২০২০ সালে করোনাকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও, ২০২১ সালে সারা দেশে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২০২২ সালে ২৮১ জন, ২০২১ সালে ১০৫ জন, ২০২০ সালে ৭ জন ও ২০১৯ সালে ১৭৯ জনের মৃত্যু হয়।

Tag :

Please Share This Post in Your Social Media


ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ১৩৪

Update Time : ০৭:৪৫:১২ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি ঢাকার বাইরের বাসিন্দা। একই সময় আক্রান্ত হয়েছেন আরও ১৩৪ জন।

বুধবার (২৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৯ হাজার ৮৯৯ জন, আর ঢাকার বাইরের ২ লাখ ১০ হাজার ৯৩৬ জন।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা সিটিতে ২৮ জন এবং ঢাকার বাইরের ১০৬ জন রয়েছে।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯০২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবশেষ ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২১৪ জন। এদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫৫ জন এবং ঢাকার বাইরের ১৫৯ জন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩ লাখ ১৮ হাজার ২৩৪ জন। এদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৯ হাজার ৮৯৯ জন এবং ঢাকার বাইরের ২ লাখ ১০ হাজার ৯৩৬ জন।

২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ২৭ জনের মৃত্যু হয়। একই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন। ২০২০ সালে করোনাকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও, ২০২১ সালে সারা দেশে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২০২২ সালে ২৮১ জন, ২০২১ সালে ১০৫ জন, ২০২০ সালে ৭ জন ও ২০১৯ সালে ১৭৯ জনের মৃত্যু হয়।