মহিউদ্দিন-রনি’র নেতৃত্বে কুবির হিল স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন
- Update Time : ০৫:৫৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
- / 99
কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পার্বত্য চট্টগ্রাম (খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান) অঞ্চলের শিক্ষার্থীদের সংগঠন ‘হিল স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ এর নতুন কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (২৭ ডিসেম্বর) সংগঠনের সাবেক আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আইসিটি বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ মহিউদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন রসায়ন বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী আরিফুল ইসলাম রনি।
এছাড়াও কমিটিতে সহ-সভাপতি মনোনীত হয়েছেন লোক প্রশাসন বিভাগের রাশেদ বিন গিয়াস, আইসিটি বিভাগের মাহমুদ ইমরান, অর্থনীতি বিভাগের আমজাদ হোসাইন, প্রত্নতত্ব বিভাগের তাসলিমা আক্তার, ইংরেজি বিভাগের সাদিয়া আফরোজ শশি, অর্থনীতি বিভাগের মোঃ জসিম উদ্দিন, ইংরেজি বিভাগের মোঃ হোসেন, আইন বিভাগের মবিনুল বারি রাকিব, অর্থনীতি বিভাগের রিয়াজুল আমিন রিয়াজ ও ফার্মাসি বিভাগের নাজমুন নাহার।
কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে আছেন জহিরুল ইসলাম পলাশ; সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, শারমিন সুলতানা সোমা ও তানহা মজুমদার; দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মমিন; সহ-দপ্তর সম্পাদক আপন বসাক; অর্থ সম্পাদক রেজাউল করিম সিয়াম; সহ-অর্থ সম্পাদক সীমান্ত বড়ুয়া; প্রচার সম্পাদক মোঃ হাসান মাহমুদ; সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক নূরে আলম; সহ-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম; আপ্যায়ন সম্পাদক শামিম আহমেদ; সহ-আপ্যায়ন সম্পাদক মোঃ মাসুদ; ছাত্রী বিষয়ক সম্পাদক ফারজানা তিশা ও দীপা নন্দী।
এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে আছেন অর্নব দাস, ইসরাত জাহান তিশা, রাজু বড়ুয়া ও রাতুল হাসান টিটু।
উল্লেখ্য, এ কমিটি আগামী এক বছরের জন্য সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।